বাংলাহান্ট ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রির আরো সাফল্য দরকার। বাংলা ছবি বেশি করে দেখার জন্য দর্শকদের আর্জি জানাচ্ছেন অভিনেতা অভিনেত্রীরা। এদিকে একই তারিখে ছবি মুক্তি পাচ্ছে ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার দেব (Dev) আর জিতের (Jeet)! এমতাবস্থায় দর্শক কাকে ছেড়ে দেখবে? নাকি মুখে বাংলা ছবি বাঁচানোর ডাক দিয়েও ভেতরে ভেতরে প্রতিযোগিতা চালাচ্ছেন দুই তারকা?
এমনিতে দেবের ছবি সাধারণত মুক্তি পায় পুজোর ছুটিতে। অন্যদিকে ইদের সময়টাতে ছবি রিলিজ করেন জিৎ। কিন্তু গত কয়েক বছর ধরে প্রথাটা উলট পালট করে দিয়েছেন দুজনেই। ২০১৯ এ একই সঙ্গে মুক্তি পেয়েছিল দেবের ‘কিডন্যাপ’ ও জিতের ‘শেষ থেকে শুরু’।
গত বছর পুজোতেও ছক ভেঙে দেবের ‘গোলন্দাজ’ এর সঙ্গে ‘বাজি’ রিলিজ করেন জিৎ। এ বছরেও দৃশ্যটা একই। আজ ২৯ এপ্রিল মুক্তি পাচ্ছে দেব ও রুক্মিনী মৈত্রের বহু প্রতীক্ষিত ছবি ‘কিশমিশ’ এবং জিৎ ও লহমা ভট্টাচার্যের ‘রাবণ’। বক্স অফিসে টক্কর হলেও কোনো রকম প্রতিযোগী মনোভাব কিন্তু দেখা যায়নি দুই তারকার মধ্যে। উপরন্তু জিৎ সঞ্চালিত রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’তেও গিয়েছেন দেব রুক্মিনী।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পর্দার ‘রাবণ’ বলেন, গত কয়েক বছর ধরে তিনি অনেকবার শুনেছেন প্রতিযোগিতার কথা। কিন্তু ব্যক্তিগত ভাবে কারোর সঙ্গেই কোনো টক্কর নেই তাঁর। নিজের সঙ্গে নিজে প্রতিযোগিতায় নামেন জিৎ। সব ধরনের দর্শকের কথা মাথায় রেখেই ‘রাবণ’ বানিয়েছেন তাঁরা এবং জিৎ নিশ্চিত যে সকলেরই ভাল লাগবে।
এর আগে দেবের কথাতেও টক্কর নয়, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থের কথাই উঠে এসেছিল। তিনি বলেছিলেন, তাঁর ও জিতের ছবি একসঙ্গে মুক্তি পাওয়ায় অধিকাংশ স্ক্রিন থাকবে বাংলা ছবির দখলে। আর দুজনের মধ্যে টক্কর হওয়ার জায়গাও নেই। কারণ জিৎ এখন মূলধারার ছবি করলেও দেব নিজে বদলে ফেলেছেন ছবির ধরন। তবে রাবণ যদি ভাল ব্যবসা করে তবে তিনি নিজে আবারো জিতের থেকে পরামর্শ নিয়ে বাণিজ্যিক ছবিতে ফিরবেন বলে জানিয়েছেন দেব।