বাংলাহান্ট ডেস্ক: চিনের সঙ্গে সঙ্গে সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের আতঙ্ক। এমনকি ভারতেও এই মারণ ভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ। দিন দিন চিনে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা। চিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০০০০, অস্ট্রেলিয়ায় ৯, সিঙ্গাপুরে ১৩ ও মালয়েশিয়ায় ৮ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। ভারতে এখনও পর্যন্ত ১ জন করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।
করোনা নিয়ে তারকাদের মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক। বলিউড অভিনেত্রী সানি লিওনকে দেখা গিয়েছে মাস্ক পরতে। বিমানবন্দরে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মাস্ক পরে একটি ছবি শেয়ার করেছেন সানি। সঙ্গে সতর্কবার্তা দিয়েছেন, “সতর্ক থাকাও কুল। চারিদিকে যা হচ্ছে তা নিয়ে সতর্ক থাকাই ভাল। করোনা ভাইরাসকে সাধারন ভাবে নেবেন না। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।” এবার টলিউড অভিনেতা জিৎ মুখ খুললেন করোনা নিয়ে। চিনের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি। ঈশ্বর চিনকে রক্ষা করুন, এমনটাই পার্থনা করেছেন জিৎ। পাশপাশি সবাইকে সাবধান থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। যেহেতু করোনার উপসর্গ সাধারন হাঁচি-কাশির মতোই তাই চিকিৎসকের পরামর্শ নেওয়ারও উপদেশ দিয়েছেন অভিনেতা। সঙ্গে রুমাল রাখতে ও আক্রান্ত ব্যক্তির থেকে দূরে থাকার কথা জানিয়েছেন জিৎ।
প্রসঙ্গত, চিনে এখনও পর্যন্ত ১৩৬ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। আতঙ্ক এতটাই ছড়িয়ে গিয়েছে যে প্রায় ৪০ মিলিয়নেরও বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত শহর ও এলাকা ছেড়ে চলে গিয়েছেন অন্যত্র। উহান সহ চিনের বেশ কিছু শহরে বন্ধ রয়েছে বিমান চলাচল। বন্ধ রয়েছে স্কুল, কলেজ। মাস্ক ছাড়া বাড়ির বাইরে বেরই হচ্ছেন না মানুষ।
এরই মাঝে একটি নতুন সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশ্বের বেশ কিছু দেশ মনে করছে এই করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত আসলে চিনের নিজের দোষেই। বেশ কয়েকটি দেশের রাজনৈতিক মহল মনে করছে গোপনে জৈবিক মারণাস্ত্র বানানোর পরিকল্পনা করছিল চিন। এর জন্যই আমদানি এই মারণ ভাইরাসের। ইসারায়েলের একটি প্রাক্তন মিলিটারি ইনটেলিজেন্সের দাবি, চিনের P4 ল্যাবেই চাষ হয়েছে করোনা ভাইরাস। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে চিন।