সুপারস্টারের ‘ক‍্যারিশ্মা’, জিৎকে দেখতে রাস্তায় জনজোয়ার, ভিডিও শেয়ার করলেন অভিনেতা

   

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে অবধারিত ভাবে আসবে জিতের (jeet) নাম। মূলত মেইনস্ট্রিম নায়ক হলেও সম্প্রতি একটু ভিন্নধর্মী ছবিও করতে শুরু করেছেন তিনি। নিজেকে ভাঙা গড়ার কাজ চলছে। কম দিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ইতিমধ্যেই প্রচুর জনপ্রিয় ছবি নিজের ঝুলিতে ভরে ফেলেছেন জিৎ।

দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন। একেবারে প্রথম সারির অভিনেতা হলেও মানুষের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারেন জিৎ। অনুরাগীরা খুব ভাল ভাবেই জানেন এত স্টারডম থাকা সত্ত্বেও জিৎ কতটা মাটির মানুষ। লাখো লাখো ভক্তদের সঙ্গে তাদের মতো করেই মিশতে পারেন জিৎ। আর তারই ঝলক দেখা গেল মুর্শিদাবাদের বহরমপুরে।

Jeet
গুড ফ্রাইডের দিন একটি শপিং মলের উদ্বোধনে মুর্শিদাবাদে এসেছিলেন জিৎ। মোহন মলের উদ্বধনের পর ভক্তদের মুখোমুখি হন তিনি। অভিনেতাকে দেখতে কার্যত জনজোয়ার এসেছিল। অগুনতি মানুষ ভিড় করেছিল শুধু মাত্র জিৎকে এখ ঝলক দেখার জন‍্য। শুধু মঞ্চের সামনে না, বাড়ির বারান্দাও ভরে গিয়েছিল মানুষের ভিড়ে।

https://www.instagram.com/p/CNKciykB-87/?igshid=gjb6boyq0nzo

সবারই শুধু একটাই চাওয়া, জিৎকে একবারের জন‍্য সামনে থেকে দেখা ও তাঁর গলার আওয়াজ শোনা। এদিন নীল প‍্যান্ট সুটে দেখা গেল অভিনেতাকে। মঞ্চে উঠে উপস্থিত মানুষদের উদ্দেশে হাত নাড়েন জিৎ। তাঁর গলায়, ‘সবাই কেমন আছেন?’ শুনেই হাততালি রোল পড়ে যায়। সেই ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জিৎ।

https://www.instagram.com/p/CNKe5_dlHhk/?igshid=1nf2nvpdmsrru

প্রসঙ্গত, সম্প্রতি দশম বিবাহবার্ষিকী উপলক্ষে পাঞ্জাব ঘুরতে গিয়েছিলেন জিৎ। সেখান থেকে কয়েকটি ছবি, ভিডিও শেয়ার করেন তিনি। এবার ফের একটি ভিডিও ভাইরাল হয়েছে জিৎ ও তাঁর স্ত্রী মোহনার।

https://www.instagram.com/p/CNKnElYpb00/?igshid=7eb2njgh8jv5

ভিডিওতে দেখা যাচ্ছে, মোহনাকে সঙ্গে নিয়ে টোটো করে ঘুরতে বেরিয়েছেন জিৎ। পরনে সাদা কুর্তা, চোখে সানগ্লাস পরে দেখা গেল অভিনেতাকে। অপরদিকে মোহনা পরেছিলেন গোলাপি সালোয়ার কামিজ। নিজের ইনস্টা স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছেন জিৎ।

সম্প্রতি করোনার টিকা নিতেও দেখা যায় জিৎকে। গত নভেম্বরেই ৪২ এ পা দিয়েছেন অভিনেতা। এক বেসরকারি হাসপাতালে গিয়ে করোনা টিকা নেন জিৎ। সেই ছবি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তবে তাঁর কোমর্বিডিটি আছে কিনা তা জানা যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর