প্রতিযোগিতা তুঙ্গে, জিৎকে ছিনিয়ে নিল স্টার জলসা!

বাংলাহান্ট ডেস্ক: একাধিক সিরিয়াল নিয়ে জি বাংলা ও স্টার জলসার (star jalsha) মধ‍্যে লড়াই দীর্ঘদিনের। বাংলা চ‍্যানেলগুলির মধ‍্যে জনপ্রিয়তার নিরিখে যে এই দুটি চ‍্যানেলই এগিয়ে রয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সিরিয়ালের পাশাপাশি নন ফিকশন শো (non fiction show) গুলি নিয়েও ঠাণ্ডা লড়াই চলতেই থাকে দুটি চ‍্যানেলের মধ‍্যে। তবে নন ফিকশনের দিক দিয়ে বরাবর জি বাংলাই এগিয়ে থেকেছে।

স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ পাত্তা পায়নি জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ এর কাছে। দেবকে বিচারকের আসনে বসিয়েও খুব একটা লাভ হয়নি। তাই এবার জি বাংলা থেকে জিৎকেই ছিনিয়ে নিল স্টার জলসা। মাস কয়েক আগে শেষ হওয়া ডান্স বাংলা ডান্সে বিচারক হিসাবে দেখা গিয়েছে জিৎকে (jeet)। কিন্তু এবার তাঁকে দেখা যাবে স্টার জলসায়!

IMG 20220201 120904
স‌ংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ছোটপর্দায় আবারো একটি নন ফিকশন শোতে দেখা দেখা যাবে জিৎকে। তবে এবারে কোনো নাচ বা গানের রিয়েলিটি শো নয়। শোনা যাচ্ছে, রোম‍্যান্টিক থিমের উপরে নির্ভর করে অন‍্য ধারার একটি শো তৈরি হতে চলেছে। আর সেখানেই দেখা যাবে জিৎকে। সদ‍্য সেই শোয়ের প্রোমোও শুট করা হয়ে গিয়েছে বলে খবর। যদিও বিষয়টা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করেনি স্টার জলসা।

প্রসঙ্গত, আগামীতে ‘রাবণ’ ছবিতে দেখা যাবে জিৎকে। কয়েক সেকেণ্ডের টিজারে জিতের লুক ভয় ধরাতে বাধ‍্য। কাঁচাপাকা লম্বা চুল, কবজিতে ট‍্যাটু, হাতে একটি লোহার রড টেনে ঘষটে ঘষটে আনছেন তিনি। টিজার দেখেই চমক লেখেছে সিনেপ্রেমীদের।

রাবণ ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করছেন জিৎ। চলতি বছর ইদে সিনেমা হলেই ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবা হয়েছে বলে খবর। রাবণ ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ। প্রযোজনার দায়িত্বে জিৎ ছাড়াও রয়েছেন অমিত জুমরানি। এছাড়াও ছবিতে রয়েছেন তনুশ্রী চক্রবর্তী, বিশ্বনাথ বসুরা। পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করছেন তনুশ্রী ও বিশ্বনাথ।

Niranjana Nag

সম্পর্কিত খবর