প্রেমের মরশুমে বিচ্ছেদের কালো মেঘ, আলাদা হচ্ছেন জিতু-নবনীতা!

বাংলাহান্ট ডেস্ক: বিচ্ছেদের খবর বারবার ছড়ালে নাকি প্রেম বাড়ে। জিতু কামাল (Jeetu Kamal) ও নবনীতা দাসের (Nabanita Das) ক্ষেত্রেও কি ব‍্যাপারটা সেরকমই? ভরা প্রেমের মরশুমে টেলিপাড়ার এই জনপ্রিয় জুটির বিচ্ছেদের খবর ছড়িয়েছে নেটপাড়ায়। এমনটা অবশ‍্য নতুন নয়। এর আগেও শোনা গিয়েছিল, আলাদা হয়ে যাচ্ছেন তাঁরা।

এবার গুঞ্জন শোনা গেল, জিতু নাকি নিজে বলেছেন যে তিনি আইনি বিচ্ছেদ করতে চলেছেন নবনীতার সঙ্গে। ফটোশুট করতে রাজি হননি স্ত্রীর সঙ্গে। এমনকি একটি সিরিয়ালেও নাকি দুজনের জুটি বাঁধার কথা ছিল আবার। কিন্তু তাতেও না বলে দিয়েছেন অভিনেতা। এসবই কি সত‍্যি নাকি স্রেফ গুজব?

IMG 20220213 004716
সংবাদ মাধ‍্যমকে জিতু জানান, এমন খবর যে রটেছে তা তিনি নিজেই জানতেন না। বরং তিনি নবনীতার সঙ্গে কাশ্মীর ঘুরতে যাওয়ার পরিকল্পনায় মেতে রয়েছেন। আগামী ২৭ মার্চ ঘুরতে যাচ্ছেন তাঁরা। জিতু আরো জানান, একটি সিরিয়ালে অভিনয়ের জন‍্য প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু অনীক দত্তের ‘অপরাজিত’ যতদিন না মুক্তি পাচ্ছে ততদিন ছোটপর্দায় কাজ করতে রাজি নন তিনি।

অন‍্যদিকে নবনীতার বক্তব‍্য, তিনি এখন ‘মহাপীঠ তারাপীঠ’ এর শুটিংয়ে ব‍্যস্ত। মা তারার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এমতাবস্থায় আরেকটি সিরিয়ালের জন‍্য হ‍্যাঁ বলা তাঁর পক্ষে সম্ভব নয়। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে জিতুর স্পষ্ট জবাব, এর আগেও এমন খবর ছড়িয়েছিল। এবারেও তেমনটাই ঘটেছে। এই ধরনের গুজবে অভ‍্যস্ত হয়ে গিয়েছেন তাঁরা।

বেশ মজার ছলেই পুরো ব‍্যাপারটাকে গ্রহণ করেছেন জিতু নবনীতা। কাশ্মীরে গিয়ে সুন্দরী মেয়ে পেলে বিয়েও সেরে নিতে পারেন, রসিকতা করেছেন অভিনেতা। প্রসঙ্গত, অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে সত‍্যজিৎ রায়ের আদলে তৈরি হয়েছে তাঁর চরিত্রটি। ইতিমধ‍্যেই তাঁর লুক ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়‌।

Niranjana Nag

সম্পর্কিত খবর