‘ভারতে একদিন হিজাবি প্রধানমন্ত্রীও হবে! ইনশাল্লাহ”, ভাইরাল আসাদউদ্দিন ওয়াইসির ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটক হিজাব বিতর্ক মামলায় এখন তীব্র রাজনীতি হতে দেখা যাচ্ছে। নেতাদের মধ্যে বাকযুদ্ধ তীব্রতর হয়ে উঠছে। সেই ক্রমেই রবিবার সকালে AIMIM সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি একটি ভিডিও টুইট করে বিতর্ক সৃষ্টি করেছেন। তিনি একটি ভিডিও টুইট করে লিখেছেন যে, ইনশাআল্লাহ একদিন হিজাবি প্রধানমন্ত্রী হবেন।

ওয়াইসি বলেন, আমাদের মেয়ে সন্তান তার বাবা-মাকে বলবে আমি হিজাব পরতে চাই এবং তার বাবা-মাও স্বাধীনতা দিয়ে পর আমিও দেখি কে তোকে বাধা দেয়। ওয়াইসি বলেন যে, হিজাব পরে একটি মেয়ে ডাক্তারও হবে, সে একজন কালেক্টর এবং একজন ব্যবসায়ী মহিলাও হবে, সে একজন এসডিএমও হবে, ইনশাআল্লাহ একদিন হিজাবি প্রধানমন্ত্রীও হবে। আমি হয়তো বেঁচে থাকব না, কিন্তু সে অবশ্যই প্রধানমন্ত্রী হবে।

এর আগে হিজাব ইস্যুতে বিবৃতি দেওয়ার সময় ওয়াইসি বলেছিলেন যে, ভারতের সংবিধান চাদর বা হিজাব পরার অধিকার দেয়। পুট্টাস্বামীর রায় আপনাকে এটা করার অধিকার দেয়। এটি আমাদের পরিচয় এবং আমি সেই মেয়েটিকে সালাম জানাই যে সেই ছেলেদের উত্তর দিয়েছে। আমি এই মেয়েদের বলছি ভয় ও আতঙ্কিত হওয়ার দরকার নেই। যে কোনো মুসলিম নারী কোনো ভয় ছাড়াই হিজাব পরতে পারেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর