‘যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে…’, দিতিপ্রিয়ার অভিযোগের উত্তরে বোমা ফাটালেন জিতু

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম নাম হয়ে উঠেছে আর্য-অপর্ণা। ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে বয়সের বিস্তর পার্থক্য থাকা সত্ত্বেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছে জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায় (Jeetu-Ditipriya)। সিরিয়ালের টানটান গল্পে ধীরে ধীরে উঠছে রহস্যের পর্দা। টিআরপিও বেশ ভালো দেখা যাচ্ছে ধারাবাহিকে। কিন্তু এদিকে বিতর্কে জড়িয়েছেন জিতু দিতিপ্রিয়া (Jeetu-Ditipriya)। ব্যক্তিগত বিষয় কার্যত হাটের মাঝখানে নিয়ে এসেছেন দুজনে।

জিতু-দিতিপ্রিয়াকে (Jeetu-Ditipriya) নিয়ে বিতর্ক

বেশ কিছুদিন ধরেই নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার জিতুর বিরুদ্ধে প্রথম মুখ খোলেন দিতিপ্রিয়া (Jeetu-Ditipriya)। অভিনেতার বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনেন তিনি। সহ অভিনেতার বিরুদ্ধে ‘অস্বস্তিকর’ কথাবার্তা বলার অভিযোগ আনেন অভিনেত্রী। তাঁর অভিযোগে রীতিমতো হইচই পড়ে ইন্ডাস্ট্রিতে।

Jeetu-Ditipriya controversy caught netizen eyes

কী অভিযোগ অভিনেত্রীর: কী লিখেছিলেন দিতিপ্রিয়া (Jeetu-Ditipriya)? সোশ্যাল মিডিয়ায় নাম না করে তিনি লেখেন, একটি অপ্রীতিকর ছবি পোস্ট করা নিয়ে তাঁর আপত্তি ছিল। তাই তিনি প্রোডাকশনকে জানিয়েছিলেন। এদিকে জিতু নাকি সব সাক্ষাৎকারে বলে বেরিয়েছেন, ছবিতে ‘নোংরা কমেন্ট’ আসায় তিনি কষ্ট পেয়েছেন। অথচ দিতিপ্রিয়ার (Jeetu-Ditipriya) দাবি, জিতুর সঙ্গে এ বিষয়ে কোনও কথাই হয়নি তাঁর। শুধু তাই নয়, দিতিপ্রিয়ার অভিযোগ, সিরিয়াল শুরু হওয়ার একমাস পর থেকেই তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন জিতু। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা বলেন।

আরও পড়ুন : রোহিঙ্গা-বাংলাদেশি মুসলিমদের জড়ো করে প্রাণঘাতী হামলা! TMC-র বিরুদ্ধে বিষ্ফোরক শুভেন্দু

জিতুর বিরুদ্ধে বিষ্ফোরক দিতিপ্রিয়া: এরপরেই জিতুর (Jeetu-Ditipriya) বিষয়ে দিতিপ্রিয়া লেখেন, ‘এতটাই স্নেহ করেন ও সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন, “ওই ইভেন্টে যাচ্ছো?” আমি বলি, “না, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে।” তিনি জানতে চান, “কেন, তুমি কি প্রেগন্যান্ট?” আরেকটি ঘটনায়, একটি AI-তে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি—ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন, “বেশ হয়েছে, এটা বয়ফ্রেন্ডকে পাঠাও”। সাথে লেখেন, “এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে ”।’ বিষয়টি পরবর্তীতে তাঁকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে বলেই মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে জানান দিতিপ্রিয়া (Jeetu-Ditipriya)।

আরও পড়ুন: ‘বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…’, দেব-শুভশ্রীর ‘পুনর্মিলন’ দেখেই রাজকে খোঁচা প্রাক্তন স্ত্রীর!

এরপরেই পালটা সরব হয়েছেন জিতু। তিনি আগেই জানিয়েছিলেন, তাঁর কাছেও প্রমাণ হিসেবে কিছু স্ক্রিনশট রয়েছে। এবার সেগুলিই প্রকাশ্যে আনলেন অভিনেতা। দুজনের হোয়াটসঅ্যাপের কথোপকথনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনরকম মতামত দিই না, কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয়। এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা। ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম! কারণ একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে,সে নিজেও হয়তো জানেনা যা করেছে সেটা কতটা গভীর। ”রাখাল যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না।”’