বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক দিন ধরে টেলিপাড়ায় চর্চার কেন্দ্রে ছিল জিতু কামাল (Jeetu-Ditipriya) এবং দিতিপ্রিয়া রায়। সিরিয়ালের এই জনপ্রিয় অনস্ক্রিন জুটি বাস্তব জীবনেও জড়ান বিতর্কে। প্রকাশ্যেই পরস্পরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁদের। কাদা ছোড়াছুড়ি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সিরিয়ালের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। এই আবহেই শেষমেষ বিবাদ মিটিয়ে নিলেন দুজনে।
বিবাদ থামল জিতু-দিতিপ্রিয়ার (Jeetu-Ditipriya)
সোশ্যাল মিডিয়ায় মুখ খোলাতে শুরু হয়েছিল বিতর্ক। সেই সোশ্যাল মিডিয়াতেই সবটা মিটিয়ে নেওয়ার কথাও জানান দিতিপ্রিয়া (Jeetu-Ditipriya)। তিনি লেখেন, ‘প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।’
কী লেখেন দুজনে: পালটা জিতুও (Jeetu-Ditipriya) নিজের পেজে জবাবে লেখেন, ‘আমার সহ-অভিনেত্রী ছোট,আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা।’ অভিনেতার পোস্টের কমেন্টে নানান মন্তব্য করতে দেখা গিয়েছে নেটিজেনদের। তিনি যেভাবে মাথা ঠাণ্ডা রেখে গোটা বিষয়টা সৎ ভাবে সামলেছেন, তাতে অনেকেই প্রশংসা করেছেন জিতুর (Jeetu-Ditipriya)।
আরও পড়ুন : বিশ্বে এক নম্বর হওয়ার লক্ষ্যমাত্রা, এবার ৬ জি প্রযুক্তির ইন্টারনেট আনছে রিলায়েন্স জিও! কেমন খরচ পড়বে?
কী কারণে বিতর্ক: সম্প্রতি দিতিপ্রিয়া (Jeetu-Ditipriya) অভিযোগ করেন, সিরিয়াল শুরু হওয়ার একমাস পর থেকেই তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দেন জিতু। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা বলেন। সেখানেও সহ অভিনেতার কিছু কথায় আপত্তি প্রকাশ করেন তিনি। পালটা কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে জিতু লেখেন, “একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে। যে কাজটা করে ফেলেছে,সে নিজেও হয়তো জানেনা যা করেছে সেটা কতটা গভীর। ”রাখাল যেদিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না।”
আরও পড়ুন : দিঘায় ইলিশ-পার্বণ, ঝাঁকে ঝাঁকে রূপোলি শষ্য উঠল জালে! অবিশ্বাস্য কম দামে বিকোচ্ছে ১ কেজির মাছ
অতি সম্প্রতি জল্পনা শোনা গিয়েছিল, জিতু দিতিপ্রিয়ার দ্বন্দ্বের কারণে সাত দিনের মধ্যে নাকি বন্ধ করে দেওয়া হতে পারে ধারাবাহিকটি (Serial)। টিআরপি তালিকায় প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এই সিরিয়াল। এমতাবস্থায় ধারাবাহিক (Serial) বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনে দর্শকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছিল। তবে শেষমেষ সবটা মিটিয়ে নিলেন দুজনে।