বাংলাহান্ট ডেস্ক : ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে বিতর্ক যেন শেষ হয়েও হচ্ছে না। ইতিমধ্যেই সিরিয়াল (Serial) ছেড়ে বেরিয়ে গিয়েছেন ‘অপর্ণা’ ওরফে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তাঁর জায়গায় নতুন নায়িকা হিসেবে জায়গা করে নিয়েছেন শিরিন পাল। সিরিয়াল যখন আবার নতুন উদ্যমে শুরু হওয়ার কথা, তখনই বোমা ফাটালেন অভিনেতা জিতু কামাল। ধারাবাহিক থেকে বিদায় নেওয়ার ঘোষণা করলেন তিনি।
ধারাবাহিক (Serial) ছাড়ার ঘোষণা করলেন জিতু
সম্প্রতি একটি ভিডিও বার্তায় জিতু বলেন, ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁর শেষ ধারাবাহিক। এরপর আর তিনি টেলিভিশনের কোনও সিরিয়ালে অভিনয় করবেন না। তবে একই সঙ্গে দর্শকদের কাছে তিনি আবেদন জানিয়েছেন, যতদিন সিরিয়াল (Serial) চলছে ততদিন যেন ভালোবাসায় কোনও কমতি না হয়। দিতিপ্রিয়া বেরিয়ে যাওয়ার পরেই জিতুর এই ঘোষণায় চাঞ্চল্য ছড়িয়েছে দর্শক মহলে।

নায়ক নায়িকার মধ্যে বিবাদ: শুরুতে অনস্ক্রিনে নায়ক নায়িকার রসায়ন ছিল চোখে পড়ার মতো। কিন্তু অচিরেই দুজনের মধ্যে বিবাদ এসে পড়ে প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে উঠেছিল ঝড়। সে বিতর্ক স্তিমিত হলেও নতুন করে আবারও দানা বাঁধে বিবাদ। শুটিং ফ্লোর থেকে বেরিয়ে তা প্রকাশ হয়ে পড়ে জনসমক্ষে।
আরও পড়ুন : বিক্ষোভের পরেই সতর্ক কমিশন, বিএলওদের বড় স্বস্তি দিয়ে বাড়ল খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ
সিরিয়ালে ফেরেন জিতু: বিস্তর কাদা ছোড়াছুড়ির মাঝে শোনা গিয়েছিল, জিতু নিজেই সিরিয়াল (Serial) ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পরে তিনি জানান, ভক্তদের এবং টেকনিশিয়ানদের কথা মাথায় রেখে আবার তিনি ধারাবাহিকে ফিরছেন। কিন্তু জিতু ফিরলেও বেঁকে বসেন দিতিপ্রিয়া। দুজনের মধ্যে মিটমাট করতে বৈঠকেও বসেছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু মেটেনি বিবাদ।
আরও পড়ুন : মধ্যবিত্তের পকেটে স্বস্তি, বছর শেষে দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের, কলকাতায় কত হল?
শেষমেষ দিতিপ্রিয়াই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সিরিয়াল থেকে। ইতিমধ্যেই নতুন অপর্ণা হিসেবে সিরিয়ালে জায়গা করে নিয়েছেন নতুন মুখ শিরিন পাল। তাঁকে পর্দায় দেখাও গিয়েছে অপর্ণা হিসেবে। নতুন ছন্দে আবার সিরিয়াল শুরু হওয়ার মুখেই জিতুর এমন ঘোষণায় চিন্তায় ভক্তরা।












