বাংলাহান্ট ডেস্ক: বিশ্বের দরবারে বাঙালির জয়যাত্রা অব্যাহত। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক ছবি বিদেশের চলচ্চিত্র উৎসবে গিয়ে পুরস্কার, সম্মান জিতে আনছে। শ্রীলেখা মিত্রের দু দুটি ছবির পর এবার অনীক দত্ত পরিচালিত জিতু কামাল (Jeetu Kamal) অভিনীত ‘অপরাজিত’ (Aparajito) ফের সম্মানিত হল বিদেশের মাটিতে।
চিনের চলচ্চিত্র উৎসবে স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে অপরাজিত। সাংহাই চলচ্চিত্র উৎসবের অধীনে BRICS চলচ্চিত্র উৎসব ২০২২ এ এই বিশেষ পুরস্কার জিতে নিয়েছে টিম অপরাজিত। সুখবর শেয়ার করে পরিচালক, প্রযোজক, সিনেম্যাটোগ্রাফার সহ ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন জিতু।
স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত জিতু। দেশ বিদেশ থেকে আসা সম্মান, পুরস্কারে ঝুলি ভরছে অপরাজিতর। বাংলা কিছুটা হলেও নিরাশ করেছে। দর্শকদের উচ্ছ্বাস থাকলেও নন্দনে জায়গা পায়নি অপরাজিত। জিতু কামালের প্রথম লুক দেখে ছবিটি দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু অত্যন্ত কম সংখ্যক হল, সর্বোপরি নন্দনে শো না পাওয়ায় মুষড়ে পড়েছিলেন তারা।
সত্যজিৎ রায়ের উপরে তৈরি ছবি স্থানই পায়নি সত্যজিতের নন্দনে। অবশ্য গোটা এবং বিদেশের দর্শকরা প্রশংসায় ভরিয়ে দিয়েছে জিতুকে। ভারতের বাইরে একাধিক দেশে মুক্তি পেয়েছে অপরাজিত। আগামী ১২ অগাস্ট আমেরিকার ৬০ টি হলে দেখা যাবে অনীক দত্তের ছবি।
আগামীতে ‘তিতুমীর’ ছবিতে অভিনয় করবেন জিতু। বেশ বড় মাপে তৈরি হচ্ছে ছবিটি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যেমন ছবি দেখে অভ্যস্ত দর্শকেরা, তেমনি বড় মাপে তৈরি হওয়ার কথা রয়েছে এই ছবিটি। ভিএফএক্স এরও কাজ থাকবে ছবিতে। পাশাপাশি বলিউড থেকে ফাইট মাস্টারও আনা হবে বলে খবর। অ্যাকশন দৃশ্যের জন্য প্রশিক্ষণ দেবেন তিনি।