বুকে চাপ ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল ‘আর্য’ জিতুকে!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শুটিং করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে চাপ লাগছে বলে অভিযোগ করেন জিতু (Jeetu Kamal)। কাঁপুনি দিয়ে জ্বরও চলে আসে তাঁর। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।

শুটিংয়ের মাঝেই অসুস্থ জিতু কামাল (Jeetu Kamal)

ধান্যকুড়িয়ায় ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন জিতু। সূত্রের খবর অনুযায়ী, আউটডোর শুট চলাকালীনই ঘটে এই কাণ্ড। শুট করতে করতেই নাকি হঠাৎ অজ্ঞান হয়ে যান জিতু। শুরু হয় বুকে ব্যথা। সেই সঙ্গে কাঁপুনি দিয়ে আসে জ্বর। পরিস্থিতি দেখেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Jeetu kamal hospitalized suddenly

হাসপাতালে ভর্তি অভিনেতা: বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে জিতুকে (Jeetu Kamal) ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন সকাল থেকেই আউটডোর শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। তাঁর সঙ্গে শুটিং সেটে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু ঠিক কী হয়েছে অভিনেতার? তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।

আরও পড়ুন : নেপালের গা ঘেঁষে চলবে ট্রেন, সিকিমে আরও এক রেলপথের অনুমোদন কেন্দ্রের

কী হয়েছে জিতুর: জিতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন অনুরাগীরা। জল্পনা শুরু হয়েছে হৃদরোগ নাকি ডেঙ্গি, ঠিক কী হয়েছে তাঁর। অভিনেতা (Jeetu Kamal) নিজেও এ বিষয়ে এখনও মুখ খোলেননি। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই চান অনুরাগীরা।

আরও পড়ুন : মরশুমের শেষেও অব্যাহত নিম্নচাপের চোখরাঙানি, ইলিশপ্রেমীদের আশায় পড়ল জল

এই মুহূর্তে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে দেখা যাচ্ছে জিতুকে। চ্যানেলের অন্যতম জনপ্রিয় সিরিয়াল (Serial) ‘চিরদিনই তুমি যে আমার’। খুব কম সময়েই এই মেগার জুটি আর্য অপর্ণা দর্শকদের মন জয় করে নিয়েছে। কিন্তু কিছুদিন আগেই বিতর্কের শিরোনামে উঠে এসেছিল এই জুটি। তবে এই সবকিছু সত্ত্বেও ভালো টিআরপি তুলছে ধারাবাহিকটি।