ক‍্যামেরা দেখেই চনমনে, জানলার বাইরে উঁকি দিয়ে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়াল করিনা-পুত্র জাহাঙ্গীর

বাংলাহান্ট ডেস্ক: এক্কেবারে দাদা তৈমুরের মতোই হয়েছে ভাই জেহ আলি খান (Jeh Ali Khan)। পুঁচকের নতুন ভিডিও দেখে এমনটাই বক্তব‍্য নেটিজেনদের। তৈমুর যেমন ছোটবেলায় ক‍্যামেরা প্রেমী ছিল, জাহাঙ্গীরও হয়েছে ঠিক তেমনি। একটু বড় হতেই দাদার মতো সেও পাপারাৎজির দিকে তাকিয়ে হাত নাড়া শিখছে। ফিল্মি পরিবারের ছেলে কী আর সাধে!

এক বছর তিন মাস বয়স হতে চলল ছোট্ট জাহাঙ্গীরের। করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) ও সইফ আলি খানের ছোট ছেলে সে। পতৌদি খানদানের ছোট নবাব। হাবেভাবেও নবাব পুত্তুরই তিনি। তৈমুরকে দেখতে বাবা সইফের মতো হলেও জাহাঙ্গীর হয়েছে মায়ের মতোই। জন্মের পরপর ছোট ছেলেকে আড়ালে রাখলেও বহুদিনই সেসব বালাই তুলে দিয়েছেন করিনা।

PicsArt 04 18 12.54.15 scaled
জাহাঙ্গীরও অবশ‍্য খুব একটা শান্ত থাকার পাত্র নয়। বিশেষ করে ক‍্যামেরা দেখলেই তার চোখ আপনা থেকেই সেদিকে ঘুরে যায়। ক‍্যামেরা এবং পাপারাৎজি তার কাছে বড় আশ্চর্যের জিনিস। সম্প্রতি একটি ভিডিওতে পাপারাৎজির উদ্দেশে হাত নাড়তে দেখা গিয়েছে তাকে।

মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজির অটোর ঠিক পাশেই আটকে ছিল করিনার গাড়িও। খোলা জানলা দিয়ে বাইরে উঁকিঝুঁকি মারতে দেখা যায় ছোট্ট জেহকে। ক‍্যামেরা দেখেই তার চোখ বড়বড়। করিনা হাত ধরে তুললে পাপারাৎজির উদ্দেশে হাতও নাড়ায় জেহ। ভিডিওটি বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। মিষ্টি জাহাঙ্গীরের এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে নেটপাড়ার বাসিন্দাদের।

https://www.instagram.com/reel/CccgTJRqeTg/?igshid=YmMyMTA2M2Y=

২০২১ এর ২১ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল পতৌদি পরিবারের সর্বকনিষ্ঠ উত্তরাধিকারীর। সবথেকে ছোট আর সবথেকে আদরের জাহাঙ্গীরের জন‍্য প্রথম জন্মদিনের পার্টিও ছিল চোখ ধাঁধানো।
ছোট্ট জেহ এর এক বছরের জন্মদিন উপলক্ষে পুল সাইড পার্টির আয়োজন করা হয়েছিল করিনা সইফের বিলাসবহুল বাংলোতে। নীল ও রূপোলি থিমে সেজে উঠেছিল গোটা বাড়ি। পরিবার পরিজনদের মধ‍্যে অতিথিদের তালিকায় ছিলেন করিশ্মা কাপুর, সোহা আলি খান, ইনায়া নাওমি খেমু, সাবা আলি খান, সারা আলি খান, ইব্রাহিম খানও।

Niranjana Nag

সম্পর্কিত খবর