কোহলির বক্তব্যে উদ্বুদ্ধ হয়েছিলাম! পাকিস্তানকে হারিয়ে মন্তব্য ভারতের হয়ে নায়ক হওয়া জেমিমার  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womem T-20 world Cup) ভারতীয় দল (Team India) নিজেদের অভিযান শুরু করেছে জয়ের মাধ্যমেই। পাকিস্তানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে ৭ উইকেটে জয় লাভ করেছিলেন হরমনপ্রীতরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কালকের জয়ে রিচা ঘোষ, রাধা যাদবের পাশাপাশি ভারতীয় দলের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodrigues)।

পাকিস্তান তাদের অধিনায়ক বিশমার অর্ধশতরানে ভর করে ১৪৯ রান ভারতের সামনে রেখেছিল। সেই রান তাড়া করতে নেমে দুই ওপেনারকে খুঁইয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। কিন্তু সেখান থেকে হাল ধরেন জেমিমা এবং ৩৮ বলে ৫৩ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে এক ওভার বাকি থাকতেই ভারতকে জয় এনে দেন। তাকে বেশ কিছুটা সহায়তা করেছিলেন বঙ্গ উইকেটরক্ষক রিচা ঘোষও।

india women win

অনেকেই জেমিমার এই ইনিংসটিকে তুলনা করছেন বিরাট কোহলির গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের বিরুদ্ধে খেলা ৮২ রানের ইনিংসটির সাথে। দুজনের ইনিংসে ভারতীয় দলকে কিছুটা কঠিন পরিস্থিতি থেকে জয় এনে দিতে সহায়তা করেছিল। এই প্রশংসায় অবশ্যই নিজে খুব বেশি গুরুত্ব দিতে রাজি নন জেমিমা। তবে বিরাট কোহলির সঙ্গে তাদের একসময়ের কথোপকথনের ব্যাপারে মুখ খুলেছেন তিনি।

বিরাট কোহলি বরাবরই শুধুমাত্র নিজের দল নয় দেশের অন্যান্য বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের দলগুলিকে নিয়েও উৎসাহিত থাকেন। হকি বিশ্বকাপের আগেও তিনি ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন এবং এই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগেও ভারতীয় মহিলা দলকে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন। তুমি বলেছিলেন প্রত্যেকটি টুর্নামেন্টের সাথে সাথে ভারতীয় মহিলা দল যেভাবে উন্নতি করছে তা ভারতীয় মেয়েদের খেলাধুলার প্রতি আরো আকৃষ্ট করে তুলবে।

জেমিমা জানিয়েছেন, “একসময় আমি এবং স্মৃতি তার (বিরাট কোহলি) সাথে কথা বলার সুযোগ পেয়েছিলাম এবং তখন তিনি বলেছিলেন যে আমাদের ক্ষমতা আছে ভারতের মহিলা ক্রিকেটের ট্রেনকে সঠিক পথে চালনা করার। আমরা যতটা ভাবছি তার চেয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব নাকি আমাদের ওপর রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি। আমরা তার কথা শুনে খুবই উদ্বুদ্ধ হয়েছিলাম।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর