এবার মালদাতেও ফলবে ২ লক্ষ টাকা কেজি দরের আম! মিয়াজ়াকি আমের স্বাদে মজবে বাংলা

বাংলাহান্ট ডেস্ক : আমরা ছোট থেকেই জানি যে, মালদার (Maldah) আম সবচেয়ে বিখ্যাত। শুধু স্বাদে নয়, গন্ধ এবং প্রকারভেদেও এই আমের জুড়ি মেলা ভার! কিন্তু এখন দেশে বিদেশে বিভিন্ন স্থানে প্রচুর আম বিক্রি তো হয়েই, নতুন নতুন ধরণের আমের প্রকারও বের করা হয়। সেই রকমই সম্প্রতি শোনা গেলো মিয়াজ়াকি আমের (Miyazaki mango) নাম। বলা বাহুল্য, এটি নাকি পৃথিবীর সবচেয়ে দামী আম আর এই আম চাষ করা হয় জাপানে (Japan)।

তবে সূত্রের খবর, এবার খোদ মালদাতেই নাকি চাষ করা হবে বিশ্বের এই সবচেয়ে দামী আম। এই সিদ্ধান্তই নিয়েছে বাংলার কৃষি দপ্তর। পৃথিবী জুড়ে এই আমের কেজি প্রতি দাম প্রায় দুই লক্ষ টাকা। আর তাই জন্যই মালদাতে চাষ করা হবে এই আম।
জানা গিয়েছে যে, ইংরেজবাজার ব্লক অঞ্চলেই দেখা হয়েছে বাগান এবং সেখানেই করা হবে এই আমের চাষ। এর জন্য ইতিমধ্যে জাপান থেকে মিয়াজ়াকি আম গাছের চারা আনার কাজ শুরু হয়ে গেছে।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যেই নিয়ে আসা হবে এই গাছের চারাগুলিকে। প্রসঙ্গত উল্লেখ্য, মালদাতে ইতিমধ্যে শতাধিক প্রজাতির আমের চাষ হয়। সব আমগুলিই একে অন্যের থেকে স্বাদ, গন্ধ আকার সবকিছুতে আলাদা। বাইরের দেশে এই আমের চাহিদাও প্রচুর। তবে মিয়াজ়াকি আমের চাষ বা এর মতো দামী আমের চাষ মালদায় এই প্রথম।

mango

মালদা জেলার কৃষি দপ্তরের আধিকারিক সেফাউর রহমানই এবার এই আম চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান যে, একটি বেসরকারি সংস্থার সাহায্যে তাঁরা জাপান থেকে এই আমের চারা মালদায় নিয়ে আসছেন, মোট ৫০টি চারাগাছ এখানে নিয়ে আসা হবে। ভারতীয় মূল্য অনুযায়ী এই এক একটি চারাগাছের দাম প্রায় ১০০০ টাকা করে পড়েছে। আপাতত কলম প্রক্রিয়ায় করা হবে এই চাষ এবং ধীরে ধীরে এর ফলন বাড়ানো হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর