৫১ বছর বয়সেও অকল্পনীয় ফিগার জেনিফার লোপেজের, পোশাক ছাড়া ভিডিওতে সবাইকে করলেন কাবু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকান সিঙ্গার তথা অভিনেত্রী জেনিফার লোপেন নিজের লেটেস্ট ভিডিও’র মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম কাণ্ড বাধিয়ে দিয়েছেন। জেনিফারের নতুন ভিডিওতে ওনাকে পোশাক ছাড়া অবস্থায় দেখা গিয়েছে।

জেনিফার লোপেজ সম্প্রতি ওনার নতুন গান ‘In The Morning” এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে জেনিফারকে বিনা কাপড়েই দেখা গিয়েছে।

ওনার ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে। ভিডিও শেয়ার করা জেনিফার লেখেন, ‘আমি তোমাকে নিজের থেকে বেশি ভালো বেসেছি।”

ভিডিওতে জেনিফারের বডি ট্রান্সফর্মেশন দেখে সবাই অবাক। ৫১ বছর বয়সেও তিনি যেভাবে নিজের শরীর মেইন্টেইন করেছেন, সেটা সত্যিই অকল্পনীয়।

 

View this post on Instagram

 

A post shared by Jennifer Lopez (@jlo)

X