মুক্তির আগেই হাউজফুল! ‘কেজিএফ’এর দাপট এড়াতে আবারো পেছালো শাহিদের ‘জার্সি’

বাংলাহান্ট ডেস্ক: শাহিদ কাপুর (Shahid Kapoor) ভক্তদের জন‍্য আবারো খারাপ খবর। ফের পিছিয়ে গেল ‘জার্সি’ (Jersey) ছবির মুক্তির তারিখ। আগামী ১৪ এপ্রিল মুক্তির কথা ছিল এই স্পোর্টস ড্রামার। ওইদিনই মুক্তি পাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রির বহুল চর্চিত ছবি ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ (KGF Chapter 2)। মুক্তির আগে থেকেই হাউজফুল যশের ছবি। বাধ‍্য হয়ে পিছু হটল বলিউডই।

জার্সি নির্মাতাদের তরফে জানানো হয়েছে, আগামী ২২ এপ্রিল প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। অর্থাৎ ১৪ এপ্রিল একাই হল কাঁপাবে কেজিএফ‌। উল্লেখ‍্য, গত বছরের শেষেই মুক্তি পাওয়ার কথা ছিল জার্সির। ৩১ ডিসেম্বর ব্লকবাস্টার ‘আর আর আর’ এর সঙ্গেই মুক্তি পেত শাহিদ অভিনীত জার্সি। কিন্তু সেবারে করোনার বাড়বাড়ন্তে মুক্তি পেছোয় দুটি ছবিরই।

Yash KGF2 080121 1200 DN 1
আর আর আর মুক্তি পেয়ে ১০০০ কোটি তুলে ফেললেও এখনো মুক্তির আলো দেখতেই পেল না জার্সি। যাও বা ১৪ তারিখ মুক্তির তারিখ ঘোষনা হয়েছিল, তাও শেষমেষ পিছিয়ে গেল। নিন্দুকদের দাবি, কেজিএফ এর দাপট দেখেই নাকি চোখে সর্ষেফুল দেখছে বলিউড।

আগাম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে রাজামৌলির আর আর আর এর রেকর্ডও ভেঙে ফেলেছে কেজিএফ। ছবি মুক্তির আগে এখনো চারদিন বাকি। এর মধ‍্যেই হিন্দি সংষ্করণে আগাম বুকিংয়ে ১১ কোটি তুলে নিয়েছে কেজিএফ চ‍্যাপ্টার ২। শুধুমাত্র উত্তর ভারতেই হিন্দি ছাড়াও বাকি ভাষাগুলি মিলিয়ে মোট ২০ কোটি টাকার আগাম বুকিং রয়েছে এই ছবির।

jersey song
শোনা যাচ্ছে, এমন পরিস্থিতি দেখেই বাধ‍্য হয়ে আবারো মুক্তি পিছিয়েছেন জার্সি নির্মাতারা। উল্লেখ‍্য, এই ছবিটিও কিন্তু একটি দক্ষিণী ছবির রিমেক। এক ব‍্যর্থ ক্রিকেটারের জীবন কাহিনি অবলম্বনে তৈরি তেলুগু ছবির হিন্দি রিমেক জার্সি। ছবিতে শাহিদের বিপরীতে রয়েছেন ম্রুনাল ঠাকুর।

Niranjana Nag

সম্পর্কিত খবর