বছরের শেষবেলায় ২ দিন বন্ধ যশোর রোড, চলবে না একটিও গাড়ি, ভোগান্তি নিত্য যাত্রীদের!

বাংলা হান্ট ডেস্ক: বড়দিনের আগে থেকেই মেতে উঠেছে বাঙালিরা। তবে বড়দিন শেষ হলেও এখনো বাকি নিউ ইয়ার। এই সময়টাকে একদম মন ভরে উপভোগ করে নিতে চাইছেন সকলে। কিন্তু এরই মাঝে শোনা যাচ্ছে বছরের শেষে ২ দিন বন্ধ থাকবে শহরে ব্যস্ততম রোড যশোর রোড (Jessore Road)। বন্ধ থাকবে যান চলাচল ব্যবস্থাও। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বারাসাত পুলিশ। এই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত নিত্যযাত্রীদের। কিন্তু কবে, কেন বন্ধ থাকছে যশোর রোড? জেনে নিন আজকের প্রতিবেদনে।

২দিন বন্ধ থাকবে যশোর রোড (Jessore Road):

জানা গিয়েছে, বারাসাত কাজীপাড়ায় ১ এক নম্বর রেল ট্র্যাক পরিবর্তনের কাজ হবে। আর এই কারণেই যান চলাচলে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। চলতি মাসের, ২৮ এবং ২৯ তারিখ রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত বারাসাত থেকে বনগাঁগামী ১ নম্বর রেলগেট দিয়ে যশোর রোডে (Jessore Road) গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। ফলে এই ২দিন এই রাস্তা দিয়ে বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসতে গাড়ি যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকছে। যদিও এই সময় যান চলাচলের জন্য বিকল্প রাস্তাও বেছে নেওয়া হয়েছে।

Jessore Road will be closed for 2 days only this reason

এই বিষয়ে কি জানিয়েছে ট্রাফিক অধিকর্তা: বারাসাতের ডিএসপি (ট্রাফিক) অলোক রঞ্জন মুন্সি জানান, রেল ট্র্যাকের কাজের জন্য আগামী ২৮ এবং ২৯ শে ডিসেম্বর রাত১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত বারাসাত থেকে বনগাঁর মধ্যে যোগাযোগ রক্ষাকারী যশোর রোডের (Jessore Road) ১ নম্বর রেলগেট বন্ধ রাখা হবে। আর এই সময় যান চলে যাতে ব্যাঘাত না ঘটে, তার জন্য বনগাঁ, দত্তপুকুর, হাবড়া, অশোকনগর থেকে বারাসাতের মধ্যে যাতায়াত করা সমস্ত গাড়িগুলোকে ঘুরপথে ডাকবাংলো কলোনি মোড় হয়ে আওয়ালসিদ্ধির দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ পাল্টাচ্ছে EPFO নিয়ম, বদল আসছে UPI’তেও! ১ তারিখ থেকে কী কী পরিবর্তন হচ্ছে জানেন ?

উল্টোদিকে চাঁপাডালির ওসি (ট্রাফিক) নিশীথ বিশ্বাস জানিয়েছেন, বনগাঁ থেকে আগত যানবাহন গুলোকে বিল্ডিং মোড় দত্তপুকুর হাটখোলা ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। ২দিন এইভাবে গাড়ি চলাচল করবে বলে জানা যায়। এই বিকল্প ব্যবস্থার কারণে যশোর রোড (Jessore Road) বন্ধ থাকলেও নিত্যযাত্রীরা কিছুটা হলেও স্বস্তি পাবে।

আরও পড়ুনঃ পাত্র ক্যান্সার কুমার আর পাত্রী বিড়ি কুমারী, “খতরনাক” বিয়ের কার্ড দেখে অবাক সকলে

রেল ট্র্যাক বদলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ: জানা গিয়েছে, যাতায়াতের জন্য অন্যতম ব্যস্ততম রোড হচ্ছে যশোর রোড (Jessore Road)। প্রতিদিন এই  রোডের  উপর দিয়ে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি হাজার হাজার যান চলাচল করে থাকে। কিন্তু এমতাবস্থায় কাজীপাড়া রেলগেট সংলগ্ন এলাকার যশোর রোডের অবস্থা খুবই খারাপ। তাই এই এলাকায় রেলের ট্র্যাক বদলানোর কাজ বিরাট গুরুত্বপূর্ণ। আগামী দিনে যাতে এই রোডের উপর দিয়ে কোন রকমের দুর্ঘটনা না ঘটে তার জন্য যশোর রোডে যান চলাচল বন্ধ করে ট্র্যাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর