বিয়ের দিনই প্রকাশ‍্যে কেচ্ছা! নিজেকে অভিষেকের স্ত্রী বলে দাবি করে হাত কেটেছিলেন জাহ্নবী কাপুর

বাংলাহান্ট ডেস্ক: বলিউডি বিয়ে মানেই রাজকীয় ব‍্যাপার। আর তা যদি হয় খাস অমিতাভ বচ্চনের একমাত্র ছেলের বিয়ে তবে তো কথাই নেই! গোটা দেশে তখন চর্চার একটাই হট টপিক, অভিষেক বচ্চন (abhishek bachchan) ও ঐশ্বর্য রাই বচ্চনের (aishwarya rai bachchan) বিয়ে। কিন্তু হাজারো আনন্দ, রোশনাইয়ের মাঝেও একটি অপ্রীতিকর ঘটনা ঘটার থেকে কেউ রুখতে পারেনি। নিজেকে অভিষেকের স্ত্রী বলে দাবি করে হাত কেটেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর (jhanvi kapoor)!

না, চমকাবেন না। এই জাহ্নবী কাপুর শ্রীদেবীর কন‍্যে নন। তিনিও ছিলেন পেশায় মডেল এবং অভিনেত্রী। তবে তেমন খ‍্যাতনামা তিনি ছিলেন না। কিন্তু যে কাণ্ড তিনি ঘটিয়েছিলেন তাতে রাতারাতি তাঁর নাম লাইমলাইটে উঠে এসেছিল, যা নিয়ে এখনো চর্চা হয়।  নিজেকে অভিষেক বচ্চনের স্ত্রী বলে দাবি করেছিলেন জাহ্নবী। শুধু তাই নয়, জনসমক্ষে আত্মহত‍্যা করারও চেষ্টা করেছিলেন তিনি।

902793 aishwaryaraibachchan abhishekbachchan weddinganniversary8
অভিষেকের জুহুর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রকাশ‍্যে নিজের হাত কেটে ফেলেছিলেন জাহ্নবী। তিনি অভিযোগ করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন কেড়ে নিয়েছেষ অভিষেককে। কিন্তু কীসের ভিত্তিতে এত বড় দাবিটা করেছিলেন তিনি? জাহ্নবী জানিয়েছিলেন, অভিষেক অভিনীত ‘দশ’ ছবির ‘দশ বাহানে’ গানে একজন ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করেছিলেন তিনি। তাঁর কয়েকজন বন্ধুর সামনে নাকি অভিষেক তাঁকে বিয়ে করেছিলেন বলে দাবি করেছিলেন জাহ্নবী।

যদিও এত কাণ্ড কেলেঙ্কারিতে লাভের লাভ কিছু হয়নি। ঐশ্বর্যকে বিয়েটা ঠিকই করেছিলেন অভিষেক। কিছুই তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। আর জাহ্নবীর কী হল? ওই ঘটনার পরেই হারিয়ে যান তিনি। তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওই অভিনেত্রীর।

Niranjana Nag

সম্পর্কিত খবর