মর্মান্তিক! ঝাড়গ্রামে রেললাইনে হাতির দল, রাতের অন্ধকারে এক্সপ্রেসের ধাক্কায় সব শেষ…

Published on:

Published on:

Jhargram a herd of elephants on the railway line all killed by an express train in night

বাংলা হান্ট ডেস্ক: মর্মান্তিক, ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিনটি হাতির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে (Jhargram)। প্রসঙ্গত, রেলমন্ত্রক যে জোনগুলিকে হাতির করিডোর বলে উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব উত্তর সীমান্ত ও উত্তর ও পূর্ব সীমান্ত। এই ঘটনায় একটি পূর্ণবয়স্ক হাতির ও দুটি শাবক হাতির মৃত্য়ু হয়েছে।

ঝাড়গ্ৰামে রাতের অন্ধকারে মৃত্যু হল তিনটি হাতির (Jhargram)

ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের (Jhargram) বাঁশতলা সরডিহা স্টেশন এলাকায়। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত্রে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জ এলাকায় প্রায় দশটি হাতিকে বাঁশতলার দিক থেকে ড্রাইভ করানো হচ্ছিল। সেই সময় জনশতাব্দী এক্সপ্রেস খড়্গপুর যাওয়ার সময় একটি পূর্ণবয়স্ক ও দু’টি শাবক হাতি বাঁশতলা স্টেশন সংলগ্ন রেল লাইনের উপরে উঠে পড়ে। তখনই ট্রেনে ধাক্কাতে মৃত্যু হয় তিনটি হাতির। রেললাইনে হাতির দে ওগুলো পড়ে থাকায় খড়গপুর-টাটা লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল কিছুক্ষণের জন্য।

এই ঘটনা জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় বনদফতরের উচ্চ প্রদত্ত আধিকারিক ও রেল আধিকারিকেরা। বনদফতর সূত্রের খবর, ইতিমধ্যেই হাতেগুলি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত হুলা পার্টি নিয়োগ না করার ফলে একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এছাড়াও স্থানীয়রা বনদফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রেলপথের দু’ধারে জঙ্গল হওয়ায় হাতিতের আগমন বছরে লেগেই আছে। এই ধরনের দুর্ঘটনা হলে পরেই বনদফতর ওই করিডোর ট্রেনের গতিবেগ কমাতে বলে। যদিও কিছুদিন সেটি মানা হয়। কিন্তু পরে অবস্থা আবার একই রকম হয়ে যায়। যার ফলে হাতি মৃত্যু ঠেকানো সম্ভব হচ্ছে না।

Jhargram a herd of elephants on the railway line all killed by an express train in night

আরও পড়ুন: শুক্রবার সোনার দামে বদল, বাড়ল নাকি কমল? জানুন আজকের গোল্ড প্রাইজ

পাশাপাশি এই ঘটনার পর বনদফতরের তরফ থেকে জানানো হয়েছে, আমরা রাত্রি সাড়ে এগারোটার সময় রেলকে ইনফরমেশন দিয়েছিলাম। বনকর্তারা আরও বলেন, হাতির গতিবিধি কি কেউ আগের থেকে নিয়ন্ত্রণ করতে পারে। যেটা তাদের যাতায়াতের স্বাভাবিক পথ সেটা ধরেই তারা যাবে। কাজেই যেই এরিয়া গুলিকে হাতির কড়িডোর বলে চিহ্নিত করা রয়েছে সেখানে ট্রেনের গতি নিয়ন্ত্রণে করা গেলে কিছুটা হলেও সুরহা হবে।