এবার সুন্দরবনে আরও বেশি চমক, পর্যটকদের জন্য বিরাট ঘোষণা বন দফতরের! গেলেই হয়ে যাবে মন খুশ

বাংলাহান্ট ডেস্ক : পর্যটকদের জন্য ভালো খবর এনেছে রাজ্যের বন দফতর। এবার সুন্দরবন (Sundarban) গেলেই ট্যুর প্ল্যানের তালিকায় থাকতে চলেছে ঝড়খালি পার্ক (Jharkhali Wildlife Animal Park)।পর্যটকদের আকর্ষণের জন্য এই পার্কে বন্যপ্রাণীর সংখ্যা বাড়াতে চলেছে রাজ্যের বন দফতর।

জানা গিয়েছে, ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্কে বেশ কিছু পাখি, বন বিড়াল, বাঘরোল, সুন্দরবনের সাপ রাখার ব্যবস্থা করা হচ্ছে। ঝড়খালি পার্কে বেড়াতে গিয়ে সেগুলি দেখতে পাবেন। বর্তমানে এই পার্কে পর্যটকদের দেখার জন্য রয়েছে তিনটি বাঘ, কুমির ও হরিণ। তবে পর্যটকদের কথা ভেবে এবার থেকে আরও পাখি এবং সরীসৃপ রাখার জন্যেও পার্কের ভেতরে আলাদা খাঁচার ব্যবস্থা করা হচ্ছে।

আরোও পড়ুন : কাটল জট! উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে ১৪ হাজারেরও বেশি! মেধাতালিকা প্রকাশের দিন ঘোষণা শিক্ষামন্ত্রীর

একটি খাঁচায় রাখা হবে জলজ পাখি আরেকটি খাঁচায় রাখা হবে জংলি বিভিন্ন পাখি। এছাড়াও আরও কিছু খাঁচায় বন বিড়াল, মেছো বিড়াল, বাঘ রোল ও সুন্দরবনের বিভিন্ন ধরনের সাপ রাখার বন্দোবস্ত করা হচ্ছে। পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলতেই এই আয়োজন বলে বন দফতরের তরফে জানানো হয়েছে।

আরোও পড়ুন : এবার বর্তমান সমাজ নিয়ে বিস্ফোরক নুসরত, অভিনেত্রীর মন্তব্যে শোরগোল! কার উদ্দেশ্যে কড়া বার্তা?

যারা সুন্দরবন ভ্রমণ করতে আসেন, তাদের কাছে ঝড়খালি পার্কের সৌন্দর্য্য বৃদ্ধি করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করছে রাজ্যের বন দফতর। তবে এখানেই শেষ নয় দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে বাঘেদের চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানা গেছে।

সেই হাসপাতালের নামকরণ করা হয় টাইগার রেফারেল সুপার স্পেশালিটি হাসপাতাল। উল্লেখ্য, রাজ্যে এই প্রথম ঝড়খালির পুনর্বাসন কেন্দ্র এই হাসপাতাল ভবন নির্মাণ করার পরিকল্পনা যেমন দিয়েছে তেমনি পশুদের চিকিৎসার জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে।

img 20230822 181220

আগামী শীতের মরশুমের আগেই ঝড়খালি পার্কে নিয়ে আস সমস্ত পাখি, সরীসৃপদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। এই ব্যবস্থার ফলে একদিকে যেমন পর্যকরা খুশি হবেন, তেমনি স্থানীয় সমস্ত ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর