ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন: কংগ্রেস প্রার্থীর ওপর হামলা, বন্দুক তুলে তেড়ে গেলেন নিরাপত্তা রক্ষীরা

বাংলা হান্ট ডেস্ক : আজ অর্থাত্ শনিবার থেকেই শুরু হয়েছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। পাঁচ দফার মধ্যে আজ প্রথম দফার ভোট চলছে রাজ্যের তেরটি আসনে। কিন্তু ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির আঁচ ছড়িয়েছে।আগে থেকেই মাও হামলার আশঙ্কা করা হয়েছি। আশঙ্কা সত্য়ি হয়েছে শনিবার সকালে গুমলা জেলার বিষ্ণুপুরের একটি ব্রিজে মাও হামলা দিয়ে।

এরপর প্রবল বিস্ফোরণও হয়। এরপর প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী ত্রিপাঠির ওপরে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ডাল্টনগঞ্জের এই ঘটনার জেরে কার্যত উত্তেজনা ছড়িয়েছে গোটা রাজ্যে। যদিও আগে থেকেই ত্রিপাঠির ওপরে হামলার আশঙ্কা করে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। কিন্তু এদিন সকালে কোশিযারা বুথে কংগ্রেস প্রার্থী ত্রিপাঠি পৌঁছালে তাঁর দিকে তেরে আসেন কয়েকজন।ত্রিপাঠির নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে বন্দুক উচিয়ে তেড়ে এলেই ভয়ে সেখান থেকে পালায় হামরাকারীরা।833067 jharkhand maoist threat

উল্লেখ্য, এবছর বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ত্রিপাঠি জেএনএম, কংগ্রেস ও আরজেডি জোটের হয়ে প্রার্থী হয়েছে। তাই তার ওপরে হামলার অভিযোগ আগে থেকেই করা হয়েছিল। তবে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।উল্লেখ্য, ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়গায় মাওবাদী হামলার আশঙ্কা করা হয়েছিল। তাই কোবরা ফোর্সকে নিয়োগ করা হয়েছে। মাওবাদীদের একেবারে সোজা হাতে সামলাতে এরা প্রস্তুত।

ad

সম্পর্কিত খবর