বাংলা হান্ট ডেস্ক : ঝাড়খণ্ডের (Jharkhand) শাসক জোটের সমস্ত বিধায়ককে রাজ্যের রাজধানী রাঁচিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের রাজনৈতিক পালাবদলের জল্পনার মধ্যেই দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডাকলো সোরেনের (Hemant Soren) দল। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্যই এই বৈঠকের ডাকা হয়েছে বলে খবর।
সূত্রের খবর, সিএম হাউসে অনুষ্ঠিত এই বৈঠকটির লক্ষ্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বুধবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে প্রশ্ন করার জন্য ইডির (Enforcement Directorate) পরিকল্পনা সম্পর্কে কৌশল নির্ধারণ করা। বিগত ২৪ঘন্টা ধরে যে হেমন্ত সোরেনকে ট্র্যাক করা যাচ্ছিলনা এখন তিনিই নাকি ৩১ জানুয়ারি দুপুর ১টায় নিজের বাসভবন থেকে বিবৃতি দিতে সক্ষম হয়েছেন।
এদিকে বৈঠক প্রসঙ্গে জেএমএম সাধারণ সম্পাদক এবং মুখপাত্র বিনোদ কুমার পান্ডে জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার জন্যই শাসক জোটের সমস্ত বিধায়ককে রাঁচিতে থাকার অনুরোধ করা হয়েছে। জানিয়ে রাখা ভালো, ক্ষমতাসীন জোট জেএমএম, কংগ্রেস এবং আরজেডি নিয়ে গঠিত। পান্ডের কথায়, তারা আগামি দিনে কী কৌশল অবলম্বন করবেন তা নিয়েই আলোচনা করার জন্য এই বৈঠক ডাকা হয়েছে।
আরও পড়ুন : RSS-র স্বয়ংসেবক খুনে বড় রায় হাইকোর্টের! নিষিদ্ধ সংগঠন PFI-র ১৫ জনকে মৃত্যুদণ্ড কেরল আদালতের
তবে মুখ্যমন্ত্রী রাঁচিতে সত্যিই ফিরে এসেছে কি না জানতে চাইলে তিনি খানিক অনিশ্চিয়তা প্রকাশ করেন। এদিকে বিভিন্ন সর্বভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, মঙ্গলবার দুপুর নাগাদ হেমন্ত সোরেনের গাড়ি ঢুকতে দেখা যায় তার রাঁচির বাসভবনে। গাড়ির জানলা দিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনও জানাতে দেখা গিয়েছে তাকে।
আরও পড়ুন : ED-র ভয়ে পলাতক হেমন্ত সোরেন? মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত বিদেশী বিলাসবহুল গাড়ি, গুরুত্বপূর্ণ নথি
ঘটনার সুত্রপাত হয় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মহাজোট ছেড়ে বেরিয়ে আসার পরপরই। চারিদিকে গুজব ওঠে, বিহারের পর এবার ঝাড়খণ্ডেও হতে চলেছে পালাবদল। এদিকে সোমবার হেমন্তের দিল্লির ঠিকানায় গিয়ে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বাড়ির বাইরে তার বিএমডব্লিউ-টি দাঁড়িয়ে থাকলেও হেমন্ত সোরেনের খোঁজ মেলেনি। দিল্লির ঝাড়খণ্ড ভবন থেকে শুরু করে তার দিল্লির বাড়িতেও তল্লাশি চালায় ইডি। ফাঁকা বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৬ লক্ষ নগদ টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি।