ED-র ভয়ে পলাতক হেমন্ত সোরেন? মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বাজেয়াপ্ত বিদেশী বিলাসবহুল গাড়ি, গুরুত্বপূর্ণ নথি

বাংলা হান্ট ডেস্ক : ইডির (Enforcement Directorate) তৎপরতায় ভালোই গ্যাঁড়াকলে পড়েছে ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (CM Hemant Soren)। মিডিয়া সূত্রে খবর, বাড়িতে ইডি হানা দিতেই দিল্লির বাড়ি থেকে বেরিয়ে গেছেন হেমন্ত। বিজেপির দাবি, ইডির ভয়েই নাকি পালিয়ে গিয়েছেন হেমন্ত সোরেন। এসবের মাঝেই খবর এল, রাঁচিতে শাসক জোটের বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, আজ দুপুর ২টোর পর সার্কিট হাউসে বিধায়কদের বৈঠক বসবে।

মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, এই বৈঠকে অংশ নেবে জেএমএম, কংগ্রেস ও সিপিআইয়ের বিধায়করা। এবং এই বৈঠকে হেমন্ত সোরেনও উপস্থিত থাকতে পারে বলে জানাচ্ছে হেমন্ত সোরেনের দল। তার দল আরও জানিয়েছে, হেমন্ত সোরেন কোথাও পালিয়ে যাননি। তাদের দাবি, সোমবার তার বাড়িতে ইডির তল্লাশি অভিযানের সময় তিনি নাকি বাড়িতেই ছিলেন।

এদিকে এইদিন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একটি টুইটে বলেন, ‘হেমন্ত জেএমএম, জোটশরিক কংগ্রেস এবং অন্যান্য দলের বিধায়কদের ব্যাগপত্র নিয়ে রাঁচীতে চলে যেতে বলেছেন। সেখানে না কি এই প্রস্তাব দেওয়া হবে যে কল্পনা সোরেন (হেমন্তের স্ত্রী)কে মুখ্যমন্ত্রী করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি-র জিজ্ঞাসাবাদের ভয়ে তিনি সড়কপথে রাঁচিতে পৌঁছবেন এবং তার অবতরণ ঘোষণা করবেন।’

আরও পড়ুন : সাগরে দাপট ভারতীয় নৌসেনার! ২৪ ঘণ্টার মধ্যে জলদস্যুদের হাত উদ্ধার দু’দুটি জাহাজ সহ ১৯ পাকিস্তানি

এখানে বলে রাখা ভালো, গত সোমবার সন্ধ্যায় একটি বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে একটি বড়সড় অভিযান চালায় ইডি। একাধিক নথি সহ তার বিএমডব্লিউ গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে ইডির কর্তারা। এছাড়াও ১২ ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ক্যাম্প করেছিল তদন্তকারী দলটি।

আরও পড়ুন : ‘শুধুমাত্র শুভেন্দুই…’, ভোটের আগে বাড়লো ঝাঁঝ, নয়া পদক্ষেপ DA আন্দোলনকারীদের

hemant soren 015816612 16x9

প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন পর্যন্ত মোট ন’বার সমন পাঠিয়েছে ইডি। তবে প্রতিবারই তলব এড়িয়ে গেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপর গত শনিবার ফের একবার নতুন করে সমন পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। প্রথমে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে দিল্লিতে ইডির দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। জবাব না মেলায় ২৯ কিংবা ৩১ জানুয়ারির মধ্যে হাজিরা দিতে বলা হয়। ২৯ তারিখ অতিক্রম হতেই ইডি নিল এই বড় পদক্ষেপ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর