বাংলা হান্ট ডেস্ক : প্রথমে বিহার (Bihar), তারপর ঝাড়খণ্ড (Jharkhand)। লোকসভা নির্বাচনের আগে তোলপাড় জাতীয় রাজনীতি। বিগত ২৪ ঘন্টা নিরুদ্দেশ থাকার পর আজ বুধবার রাজভবনে গিয়ে নিজের ইস্তফা পত্র জমা দেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। আর এবার খবর, জমি জালিয়াতি মামলায় ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন তিনি। বুধবার ইস্তফা দেওয়ার পরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি গ্রেফতার করে হেমন্ত সোরেনকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল ইডি। এর আগে একবার তদন্তকারী কর্তাদের মুখোমুখি বসেছিলেন তিনি। তবে এবার সময় চাওয়ার পর তা অগ্রাহ্য করে চলেছিলেন তিনি। গত ২৯ জানুয়ারি হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনেও চলে খানাতল্লাশি। সেখান থেকে একটি বিএমডব্লিউ গাড়ি এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে তদন্তকারী কর্মকর্তারা।
এরপর প্রায় ৩০ ঘন্টা নিখোঁজ থাকার পর বুধবার দুপুর নাগাদ নিজের রাঁচির বাসভবনে ফিরে আসেন হেমন্ত সোরেন। এরপরেই ইডি অফিসাররা ঘেরাও করে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। টানা ৭ ঘন্টা জেরা করার পর হেমন্ত সোরেন পৌঁছান রাজভবনে। রাজ্যপালের সামনে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। তারপরেই তাকে গ্রেফতার করা হয় বলে খবর।
ইডি সূত্রে খবর, রাঁচিতে প্রতিরক্ষা মন্ত্রকের ৭.১৬ একর বেআইনিভাবে বিক্রি করার অভিযোগ রয়েছে হেমন্ত সোরেনের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই মামলায় প্রায় ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। তদন্তকারী কর্তাদের দাবি, এর পেছনে একটি বড় চক্র রয়েছে। এবং এই চক্রে বড় বড় মাফিয়াদের পাশাপাশি বড় নেতা মন্ত্রীদেরও হাত রয়েছে। এইসব সরকারি আধিকারিক এবং নেতা মন্ত্রীদের হাত দিয়েই জমি হাতবদল হয়েছে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…