বাংলা হান্ট ডেস্ক: হাতে গুনে আর কয়েকটা দিন। তারপর পুজো।এর মধ্যে অনেকেই পূজোয় কোথায় ঘুরতে যাবে সেই প্ল্যানও ঠিক করে ফেলেছেন। আর ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলে সবার প্রথম উত্তরবঙ্গের কথা মনে পড়ে। তবে সেখানে প্রচন্ড ভিড়। আপনি বরং হাতে অল্প সময় নিয়ে ক’দিনের ছুটি নিয়ে পড়শি রাজ্য ঝাড়খণ্ড (Jharkhand) থেকে ঘুরে আসতে পারেন। বর্ষার (Monsoon) এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভাল করতে বাধ্য।
অল্প টাকায় ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই জায়গা গুলো থেকে (Jharkhand)
চলছে বর্ষাকাল। এইসময় টুকটাক ঘুরতে যেতে কার না মন চায় বলুন। কিন্তু আপনি ছুটি পাচ্ছেন না। তাহলে চিন্তার কিছু কিছু নেই। আর এক সপ্তাহ পর পরপর তিনদিনের ছুটিতে এই শহরের ব্যস্ততা ও কোলাহল থেকে মুক্তি পেতে যেতে পারেন পড়শি রাজ্য ঝাড়খণ্ডের (Jharkhand) এই জলপ্রপাত (Waterfalls) গুলো দেখতে। এখানে গেলে যেমন আপনি বর্ষার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন তেমনি অল্প খরচে ঘুরতে যাওয়া হবে। তাই আজ আপনাদের সঙ্গে ঝাড়খণ্ডের এমন তিনটি জলপ্রপাতের কথার বলবো যেখানে আপনার যেতে মন চাইবে। রইল সেই জলপ্রপাত বলে ঘুরে দেখার তালিকা।
আরও পড়ুন: সপ্তাহান্তে হলুদ ধাতুর দরে পতন! দেখে নিন আজ ১ গ্ৰাম সোনা কিনতে কত খরচ হবে
হুন্দ্রু জলপ্রপাত: রাঁচি শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রয়েছে হুন্দ্রু জলপ্রপাত। এতেই প্রায় ৩২০ ফুট উঁচু পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়ছে সুবর্ণরেখা নদীতে। বর্ষায় এই জলপ্রপাত টি দেখতে রাঁচির আশপাশ থেকে বহু মানুষ ভিড় জমায়। এই জলপ্রপাতের থেকে আপনি ঘাটশিলা ঘুরতে যেতে পারবেন।
সীতা ঝর্না: প্রায় ৪৩ মিটার উচু পাহাড় থেকে রাধু নদীতে এসে তৈরি হয়ে সীতা জলপ্রপাত। এই জলপ্রপাত ও রাঁচি শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্ষাকালে জলপ্রপাত টি দেখতে আরও সুন্দর হয়ে ওঠে। পাশাপাশি ডুমারগড়ি গ্রাম থেকে এখানে ঘুরতে আস্তে পারেন।
জোনহা জলপ্রপাত: গৌতম ধারা নামে পরিচিত এই জলপ্রপাতটি। ১৪১ ফুট উচ্চতা থেকে সুবর্ণরেখা নদীতে নেমে এসেছে এটি। এই জলপ্রপাত রাঁচি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।