জেল থেকে ছাড়া পেলেন লালু! পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় জামিন মঞ্জুর ঝাড়খণ্ড হাইকোর্টের

লালু প্রসাদ যাদব এবং তাঁর ভক্তদের জন্য শুক্রবার এক খুশির খবর শোনাল ঝাড়খণ্ড হাইকোর্ট। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বহুদিন ধরেই জেল হেফাজতে ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। আর দীর্ঘ সময় অপেক্ষার পর এদিন হাইকোর্টের বিচারপতি তাঁর রায়ে ঘোষণা করলেন যে, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আর জেল হেফাজতের ভিতরে দিন কাটাতে হবে না লালুকে। স্বভাবতই, এই খবরটি সামনে আসার পরই বিতর্ক শুরু হয়েছে গোটা রাজ্য।

বলে রাখা ভালো, সিবিআই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আরো কিছুদিন তাদের হেফাজতে রাখার জন্য একাধিক দলিল পেশ করলেও শেষপর্যন্ত এদিন তাঁর জামিন মঞ্জুরির নির্দেশ দিলো হাইকোর্ট। পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত পঞ্চম মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর জেল হেফাজত হয় লালু প্রসাদ যাদবের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডোরান্ডা ট্রেজারি থেকে প্রায় 139 কোটি টাকারও বেশি নয়ছয় করার অভিযোগ ওঠে। ফলে সিবিআই আদালতের দ্বারা লালুকে 5 বছরের জেল হেফাজত এবং 60 লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়।

তবে অতীতে এই মামলায় একাধিকবার জেলে দিন কাটিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী। প্রসঙ্গত, লালুপ্রসাদের বিরুদ্ধে সব মিলিয়ে প্রায় 950 কোটি টাকা আর্থিক গোলযোগের অভিযোগ রয়েছে। এরমধ্যে চাইবাসার ট্রেজারি থেকে শুরু করে দেওঘর ট্রেজারি এবং দুমকা ট্রেজারির মত দুর্নীতির অভিযোগ ওঠে।

ফলে চারটি মামলায় অতীতেও লালুকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তবে অসুস্থতার কারণে মাঝখানে বহুদিন তিনি জামিনে মুক্ত থাকেন। আর এবার পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম এই মামলায় শেষ পর্যন্ত হাফ ছেড়ে বাঁচলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। তবে শুক্রবারে হাইকোর্ট দ্বারা ঘোষিত এই রায়ে বিতর্ক যে আরো বৃদ্ধি পাবে, তা বলা বাহুল্য।

Sayan Das

সম্পর্কিত খবর