ICC র‍্যাঙ্কিং তালিকায় বড় লাফ দিয়ে দ্বিতীয় স্থানে ঝুলন, মিতালীর জন্য দুঃসংবাদ

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়া ভারতের মহিলাদলের দুরন্ত লড়াইয়ের পর আইসিসি র‍্যাঙ্কিং তালিকায় বেশ বড় কিছু রদবদল ঘটেছে। ভারতের জন্য একদিকে যেমন রয়েছে বেশকিছু ভালো খবর, তেমনি আবার রয়েছে একটি খারাপ খবর। একদিনের ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক মিতালী রাজ তার প্রথম স্থান খুইয়েছেন ভারত-অস্ট্রেলিয়ার এই সিরিজের পর।

এই সিরিজে তেমন একটা ভালো ফর্মে ছিলেন না মিতালী। আর সেই কারণেই এবার আইসিসির তালিকায় প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে তিন ম্যাচে ২৯ ব্যাটিং করে মাত্র ৮৭ রানই সংগ্রহ করতে পেরেছিলেন তিনি। যার জেরে এই মুহূর্তে তার পয়েন্ট সংখ্যা ৭৩৮। ৭৬১ পয়েন্ট এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লিজেল লি। ভারতের বিপক্ষে তিন ম্যাচে ১১২ রান করা অ্যালিসা হিলি রয়েছেন দ্বিতীয় স্থানে তার সংগ্রহ ৭৫০ পয়েন্ট। ব্যাটিং তালিকায় ৭১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের আরেক সুপারস্টার স্মৃতি মান্ধানা।

অন্যদিকে বোলিংয়ের ক্ষেত্রে বড় সুখবর রয়েছে ভারতের জন্য। বাংলার অন্যতম বর্ষিয়ান জোরে বোলার ঝুলন গোস্বামী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। শিকার করেছিলেন পরপর তিনটি উইকেট। পুরো সিরিজে চারটি উইকেট শিকার করে এই মুহূর্তে ৭২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বাংলার সুপারস্টার। এই তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার জেস ইয়োনাসেন। সংগ্রহ ৭৬০ পয়েন্ট।

IMG 20210927 183111

অন্যদিকে অলরাউন্ডারদের তালিকাতেও এবার তৃতীয় স্থানে উঠে এলেন ঝুলন গোস্বামী। এই মুহূর্তে তার সংগ্রহে রয়েছে ২৫১ পয়েন্ট। একইসঙ্গে এই তালিকায় থাকা আরেক ভারতীয় হলেন দীপ্তি শর্মা। তিনি আপাতত রয়েছেন পঞ্চম স্থানে। তাই ভারতের জন্য বেশকিছু তালিকায় যেমন রয়েছে সুখবর তেমনই দুঃসংবাদ রয়েছে মিতালীর জন্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর