ঐতিহ্যবাহী লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন বাঙালি পেসার ঝুলন গোস্বামী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক কেরিয়ারে এবার ইতি টানতে চলেছেন বাংলার তারকা ক্রিকেটার এবং ভারতের এক নম্বর মহিলা পেসার ঝুলন গোস্বামী। আসন্ন ইংল্যান্ড সফরেই শেষবার দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে দেখা যাবে বাংলার এই তারকা ক্রিকেটারকে। ৩৯ বছর বয়সী তারকা নিজেই নিশ্চিত করেছেন যে এই ইংল্যান্ড সফরে লর্ডসের মাটিতে তৃতীয় এবং শেষ ওডিআইটি খেলেই তিনি ক্রিকেটকে বিদায় জানাবেন।

সদ্যই চোট সারিয়ে সম্পূর্ন ফিটনেস ফিরে পেয়েছেন তিনি। চোটের কারণে তিনি ভারতের ইংল্যান্ড সফরে যেতে পারেননি। অবশ্য তাকে ছাড়াই হরমনপ্রীত কৌরের দল ৩-০ ফলাফলে সিরিজটি জিতে নিয়েছিল। কমনওয়েলথের উপরে ভারতীয় দলের অংশ ছিলেন না ঝুলন, কারণ তিনিই ২০১৮ সালেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছিলেন। গতবছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজের শেষ টেস্টেও খেলে ফেলেছেন তিনি। ওয়ান ডে ফরম্যাটেই এখনো খেলে যাচ্ছিলেন তবে এবার তিনি মনে করেছেন এটাই সরে যাওয়ার ঠিক সময়।

২০০২ সালে ১৯ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ভারতের জার্সিতে অভিষেক হয়। এরপর থেকে তিনি ১২ টি টেস্ট ২০১টি ওডিআই এবং ৬৮ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারতের জার্সিতে। এই মুহূর্তে তিনি বিশ্ব মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তিন ফরম্যাট মিলিয়ে মোট ৩৬২টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তার, যার মধ্যে ২৫২ টি ৫০ ওভারের ফরম্যাটে।

ঝুলনের সঙ্গে কথা বলে বিসিসিআই তারপরেই সিদ্ধান্ত নিয়েছে যে ঐতিহ্যবাহী লর্ডসের মাটিতেই নিজের ফেয়ারওয়েল ম্যাচ খেলবেন তিনি। এর আগে মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলেছিলেন তিনি। এরপর ২০২৩ থেকে আরম্ভ হওয়ার মহিলা আইপিএলের একটি দলের মেন্টরের কাজ করবেন ঝুলন। এরপর বিসিসিআই এর একটি প্রজেক্টের অংশ স্বরূপ ভবিষ্যতের তারকা তুলে আনার কাজ করবেন চাকদা এক্সপ্রেস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর