রতন টাটার ভাই জিমির নাম শুনেছেন কখনো? এই মানুষটির রোজনামচা চমকে দেবে সবাইকে

বাংলাহান্ট ডেস্ক : টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার নাম আমরা সবাই জানি। ৩৮০০ কোটি টাকার মালিক রতন টাটার (Ratan Tata) লো প্রোফাইল জীবন যাপন বারবার নজর কাড়ে আমাদের। ভারতের শিল্প জগতের অন্যতম নক্ষত্র  রতন টাটা আমাদের সবার অনুপ্রেরণা। সোশ্যাল মিডিয়ার আলোতে যতটা আলোকিত রতন টাটা, ঠিক ততটাই সবার চোখের আড়ালে থাকেন রতন টাটার ভাই জিমি নেভাল টাটা।

রতন টাটার (Ratan Tata) ভাই জিমির জীবনযাত্রা

টাটা কোম্পানির অংশীদারিত্ব রয়েছে জিমির (Jimmy Naval Tata)। কিন্তু তা সত্ত্বেও জিমি টাটার অত্যন্ত সাদামাটা জীবন সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। নেভাল টাটা এবং নেভাল টাটার প্রথম স্ত্রী সুনি কমিসারিয়েটের দ্বিতীয় সন্তান জিমি টাটা। রতন টাটা ২০২৩ সালে ইনস্টাগ্রামে ১৯৪৫ সালের একটি ছবি পোস্ট করেন। রতন টাটা তাঁর ও ভাইয়ের সেই ছবির ক্যাপশনে লেখেন, “সেগুলো আনন্দের দিন ছিল (আমার ভাই জিমির সাথে ১৯৪৫)”।

আরোও পড়ুন : সিরিয়ালের মতোই লড়াকু বাস্তব জীবনেও! ‘বেচারি ‘ তকমা নাপসন্দ আলোকপর্ণা পল্লবীর

একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, জিমি টাটা এতটাই সাধারণ জীবন যাপন করেন যে তিনি মোবাইল ফোনও ব্যবহার করেন না। এমনকি খুব একটা আন্তর্জাতিক সফরেও দেখা যায় না তাঁকে। এড়িয়ে চলেন লাইম লাইট। বিলিয়নেয়ার হর্ষ গোয়েঙ্কা ২০২২ সালে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘দুর্দান্ত স্কোয়াশ প্লেয়ার তিনি। আমাকে প্রতিবার হারিয়ে দিতেন।’

Ratan Tata Jimmy

একাধিক সূত্র মারফত জানা যায়, রতন টাটার (Ratan Tata) ভাই জিমি টাটা জীবন যাপন (Lifestyle) করেন সাধারণ মধ্যবিত্তের মতো। তাঁর অনারম্বর জীবন সবার কাছে অনুপ্রেরণা। কোলাবার হ্যাম্পটন কোর্টের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বসবাস করেন জিমি। টাটা গোষ্ঠীর একাধিক শেয়ারে অংশীদারিত্ব থাকা সত্ত্বেও জিমি টাটার সাধারণ জীবন যাপন সবাইকে অবাক করে দিয়েছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর