বাংলাহান্ট ডেস্কঃ যুদ্ধের জন্য সেনা মোয়াতেনের নিরিখে ৩ লক্ষ সেনা নিয়োগ করতে চলেছে চীন (china)। এমনটাই নির্দেশ দিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং (xi jinping)। এক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, যুদ্ধের প্রস্তুতির জন্য আরও ৩ লক্ষ সেনা মোতায়েনের প্রয়োজন হবে। বাড়িয়ে তুলিতে হবে সেনাদের ক্ষমতাও।
সামরিক প্রতিভা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় চীনা সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার শি জিনপিং বলেন, প্রতিভাই হল সশস্ত্র চীনা সামরিক বাহিনীর উচ্চমানের বিকাশের চাবিকাঠি। ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে এবং বিজয়ী হওয়ার জন্য, সৈন্যদের মেধাবী হওয়া আবশ্যক। আর সৈন্যদের নতুন প্রতিভাকেই সমর্থন করতে হবে। যাতে করে ২০২৭ সালের মধ্যে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারন করতে পারে পিপলস লিবারেশন আর্মি।
সেই মর্মেই চীনা সেনাদের আপডেট করার কাজ চলছে জোরকদমে। ২০৯ বিলিয়ন ডলারের বার্ষিক সামরিক বাজেটের মাধ্যমে এই কাজ করা হচ্ছে। এই প্রশিক্ষণে তাঁদের সাংগঠনিক সংস্কারের পাশাপাশি থাকছে হাইপারসনিক অস্ত্রসহ নতুন অস্ত্রে সজ্জিত করার প্রচেষ্টাও।
মার্কিন সূত্র অনুসারে, সম্প্রতি কালে চীন এমন একটি লম্বা দূরত্বের মিসাইল লঞ্চ করেছে, যা গোটা বিশ্বকে পরিক্রমণ করতে পারে। যা হাইপারসনিক যান থেকে মুক্তি পেয়ে, নিজের কাজ শেষ করে আবারও চীনে ফিরে এসেছে।
জিনপিং আরও বলেন, যুদ্ধের ক্ষমতা আরও জোরদার করে জয়কে সুনিশ্চিত করতে হবে। সেই কারণে সৈনিদের সঠিক প্রশিক্ষণের প্রয়োজন। আর সৈন্যদের সঠিক প্রশিক্ষণের জন্য শ্রেণির সামরিক বিদ্যালয় স্থাপনেরও প্রয়োজন। যেখানে সেনাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া যাবে।