জিনপিংয়ের প্রিয় হংকি এবার মোদীর সফর সঙ্গী, বিলাসবহুল এই গাড়ির দাম কত জানেন?

Published on:

Published on:

Xi Jinping's favorite Hongqi is now Narendra Modi's travel companion

বাংলাহান্ট ডেস্ক:- এসসিও সম্মেলনে যোগ দিতে চিনের তিয়ানজিনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দুই দিনের এই সফরে তাঁর জন্য বিশেষ নিরাপত্তা এবং আতিথেয়তার ব্যবস্থা করেছে চিন সরকার। সফরের সময় মোদীর যাতায়াতের জন্য বরাদ্দ করা হয়েছে চিনের (China) রাষ্ট্রায়ত্ত বিলাসবহুল ব্র্যান্ড হংকি (Hongqi)–র গাড়ি। শি জিনপিং (Xi Jinping) নিজে যে গাড়ি ব্যবহার করেন, সেই হংকি এল৫ (L5) মডেলেই সফরের সময় চলাফেরা করছেন মোদী। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৪.৮৬ কোটি টাকা।

মোদীর সফর সঙ্গী হংকি (Narendra Modi)

হংকি শব্দের অর্থ দাঁড়ায় “লাল পতাকা”। ১৯৫৮ সালে ফার্স্ট অটোমোটিভ ওয়ার্কস (FAW) এই ব্র্যান্ডের সূচনা করেছিল। প্রথম থেকেই হংকি ছিল কমিউনিস্ট পার্টি অফ চায়নার শীর্ষ নেতাদের জন্য নির্দিষ্ট গাড়ি। তাই একে চিনের “জাতীয় গর্ব” হিসেবেই দেখা হয়। আজও এটি ‘Made in China’ র প্রতীক হিসেবে বিবেচিত হয়। শি জিনপিং-সহ চিনের রাষ্ট্রনেতাদের পাশাপাশি উচ্চপদস্থ কূটনীতিবিদ ও ধনকুবেরদের কাছেও এই গাড়ি এক বিশেষ মর্যাদার প্রতীক।

আরও পড়ুন:- চলতি বছরেই আসছেন পুতিন! আচমকাই ভারত সফরের পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

চিনের রাষ্ট্রপতি সাধারণত সরকারি সফরে হংকি গাড়ি ব্যবহার করেন। ২০১৯ সালে মহাবলীপুরম সফরে শি জিনপিংকেও একই হংকি এল৫ মডেলের গাড়িতে দেখা গিয়েছিল। এবারে সেই একই মডেলের গাড়ি বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর জন্য। হংকি এল৫ কেবল বিলাসবহুল নয়, বরং অত্যন্ত নিরাপদও। নির্মাতাদের দাবি, এর অন্দরসজ্জা কোনও রোলস রয়েস কিংবা মার্সিডিজকে টেক্কা দিতে পারে। যদিও সমালোচকদের অভিযোগ, হংকির নকশা ও প্রযুক্তি অনেকাংশে পাশ্চাত্যের নামী গাড়ি ব্র্যান্ড থেকে অনুপ্রাণিত বা নকল করা হয়েছে।

চিন সরকার মনে করছে, এই গাড়ি ব্যবহারের মাধ্যমে বিদেশি অতিথিদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি বিশেষজ্ঞ মহলের মতে, মোদীর জন্য হংকি গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত কূটনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ। কারণ চিন বরাবরই বিদেশি রাষ্ট্রপ্রধানদের আতিথেয়তায় নিজের গর্বের প্রতীক তুলে ধরতে আগ্রহী। ভারতের প্রধানমন্ত্রীকে একই রকম সম্মান জানানো, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে বলেই ধারণা।

Xi Jinping's favorite Hongqi is now Narendra Modi's travel companion

আরও পড়ুন:- পেপসি-কোকাকোলার ব্যবহার হোক বন্ধ! ট্রাম্পের চড়া শুল্কের আবহে মার্কিন পণ্য বয়কটের ডাক রামদেবের

আজকের দিনে হংকি গাড়ি চিনে শুধু ক্ষমতার প্রতীক নয়, বরং ধনীদের স্টেটাস সিম্বল হিসেবেও পরিচিত। পশ্চিমের রোলস রয়েস বা মেব্যাকের মতোই এই ব্র্যান্ড সেদেশের গর্ব। ১৯৫৮ সালে শুরু হওয়া যাত্রা আজও অব্যাহত, এবং সময়ের সঙ্গে নানা আধুনিক প্রযুক্তি ও নকশা যুক্ত করে হংকি নিজেদের আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ফলে প্রধানমন্ত্রী মোদীর এই সফরে ব্যবহৃত গাড়ি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং কূটনৈতিক সৌজন্যের পাশাপাশি চিনের গর্বকেও আন্তর্জাতিকভাবে তুলে ধরছে।