নিজের সৈনিকদের ধোকা দিল জিনপিং সরকার, সীমান্ত এলাকায় গরম পোশাক না পেয়ে ঠাণ্ডায় কাবু চাইনিজ সেনাবাহিনী

বাংলাহান্ট ডেস্কঃ LAC তে ভারতীয় সেনা এবং চাইনিজ সেনা (Chinese army) মুখোমুখী রয়েছে। কেউ এক চুলও জমি ছাড়তে নারাজ। চলছে সমানে সমানে টক্কর। কিন্তু এদিকে প্রকৃতির নিয়ম অনুযায়ী তাপমাত্রার পারদ ক্রমাগত নামতে শুরু করে দিয়েছে। আর অবস্থা শোচনীয় হতে শুরু করেছে চাইনিজ সেনাদের।

সীমান্ত এলাকায় ঠাণ্ডায় কাঁপছে চাইনিজ সেনা
এই পরিস্থিতি চাইনিজ সেনাদের পক্ষে সেখানে থাকা অসম্ভব হয়ে পড়ছে। চাইনিজ সেনাদের এই পরিণতির দুটো কারণ হতে পারে। এক, চাইনিজ সেনাদের এই ঠাণ্ডা সংকুল পরিবেশে থাকার অভ্যাস নেই, নাহলে দুই- চীন সম্রাট জিনপিং তাঁর নিজের সেনাদের সীমান্ত এলাকার ঠাণ্ডার সঙ্গে মোকাবিলা করার মত পর্যাপ্ত গরম কাপড় সেখানে পাঠায়নি। হাসির বিষয় হল এটাই, যে জিনপিং সরকার নিজের দেশকে আমেরিকার সমান সুপার পাওয়ার করার স্বপ্নে বিভোর রয়েছে, সে কিনা নিজের সেনাদের ঠাণ্ডার হাত থেকে রক্ষা করতে পারছে না।

3000

চীন সরকারের খামতি প্রকাশ পাচ্ছে
সূত্রের খবর অনুযারে, চীন সরকার তাঁর সেনাদের জন্য স্থানীয় দোকান থেকে যে পোশাকের ব্যবস্থা করেছিল তা মাত্র ৯ হাজার ফুট উপর পর্যন্ত সেনাদের ঠাণ্ডার হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু তাঁর বেশি উঁচুতে এই পোশাক আর কাজে দিচ্ছে না। চীন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে এই ধরণের পোশাকের ভিডিও প্রকাশ করে বলা হয়েছিল, এই ধরণের পোশাক বিশেষত ঠাণ্ডার মরশুমের জন্য তৈরি করা হয়েছে। কিন্তু এই পোশাক বেশি ঠাণ্ডায় কোন কাজই করছে না।

xiJinpingChinesePresident large 1

ঠাণ্ডার সঙ্গে লড়ে যাচ্ছে ভারতীয় সেনারা
অন্যদিকে ভারতীয় সেনারা সীয়াচেনের ঠাণ্ডার মোকাবিলাও করেছে, তাই তাদের কাছে এই লাদাখ অঞ্চলের ঠাণ্ডার মুখোমুখী হতে কোন সমস্যাই হচ্ছে না। তারউপর ভারত সরকার তাঁর নিজের সেনাদের জন্য পর্যাপ্ত গরম পোশাক সীমান্ত এলাকায় পাঠিয়ে রেখেছে, যা সেনাদের প্রবল শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা করছে। কিন্তু চীন মুখে যতই কামান দাগুগ না কেন নিজের সেনাদের ঠাণ্ডা মোকাবিলার জন্য উপযুক্ত পোশাকও পাঠাতে পারেনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর