4G এর পর টেলিকম দুনিয়ায় নতুন বিপ্লব, 5G পরিষেবা দিতে প্রস্তুত মুকেশ অম্বানির Jio

4G পরিষেবা এনে দেশের টেলিকম দুনিয়া আমূল বদলে দিয়েছিল Jio. ফের একবার টেলিকম দুনিয়ায় নতুন বিপ্লব আনতে চলেছে এই সংস্থা। সাংবাদিক সম্মেলনে জিও এর কর্ণধার মুকেশ অম্বানি জানিয়েছেন, তার সংস্থা ইতিমধ্যেই ৫ জি পরিষেবা শুরুর প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। খুব শীঘ্রই ৫জি পরিষেবা চালু করবে জিও।

jio 2019

জিও এর পক্ষ থেকে আরো জানানো হয়েছে স্পেকট্রাম পেলেই ৫জি ট্রায়াল শুরু করবে সংস্থাটি। জিও এর বার্ষিক সাধারণ সভায় এই তথ্য ভাগ করে নিয়েছিলেন সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি

জানা গিয়েছে, বিশ্বের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা জিওতে ৭.৭ শতাংশ শেয়ার নেবে গুগল। যার জন্য তারা বিনিয়োগ করবে ৩৩,৭৩৭ কোটি টাকা। এর আগে গত তিন মাসে বেশ কয়েকটি প্রথম সারির আন্তর্জাতিক সংস্থার সাথে গাঁটছড়া বেধেঁছিল গুগল। ফেসবুক সহ মোট ১২ টি ইনভেস্টর জিও তে মোট ২.১২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে গত কয়েক মাসে। যার কারনে এই মুহুর্তে জিও ঋণমুক্ত।

পাশাপাশি, ক্লাউড কমপুটিং, এআর, ভিআর প্রভৃতি নিয়ে সংস্থা কাজ করেছে। প্রায় ২০টি স্টার্টআপের সঙ্গে একযোগে এই কাজ হয়েছে। জিও জানিয়েছে ৫ কোটি বাড়ি ও ব্যাবসাকে আগামী দিনে তারা প্রযুক্তির সাথে যুক্ত করতে চায়।

প্রসঙ্গত, ফোর্বস সাময়িকীর নতুন প্রতিবেদনে ভারতের সব চেয়ে বেশি ধনীর তালিকায় ১ নম্বরে রয়েছেন মুকেশ অম্বানি। গত কয়েক মাসে একের পর এক সংস্থার সাথে গাঁটছড়া বেঁধে তিনি অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছেন।


সম্পর্কিত খবর