কবে শুরু হবে Jio 5G পরিষেবা, স্পিড-প্ল্যান আর সিমের দাম নিয়ে রইল অবাক করা তথ্য

বাংলাহান্ট ডেস্ক : Jio হল ভারতের প্রথম টেলিকম কোম্পানি যারা সরাসরি 4G নেটওয়ার্ক চালু করেছে। রিলায়েন্স জিও যারা একসময় লক্ষ লক্ষ মানুষের কাছে 4G নেটওয়ার্কের পরিষেবা দিয়েছিল এখন তারাই দেশে 5G পরিষেবার জন্য প্রস্তুতি নিচ্ছে৷ 5G ট্রায়াল প্রায় সম্পূর্ণ হওয়ার পথে বলেই জানা গিয়েছে। এর পাশাপাশি, আগামী দিনে 5G স্পেকট্রাম নিলামও শুরু হবে বলেই সূত্রের খবর।

Jio 5G কবে লঞ্চ হবে?

গত মাসে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা 5G স্পেকট্রাম নিলামের অনুমোদন দিয়েছে। জানা গেছে, এই নিলাম আগামী 26 জুলাই অনুষ্ঠিত হবে। খুব শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে। 5G স্পেকট্রাম সরবরাহ করার ক্ষেত্রে Jio-এর নাম এগিয়ে রয়েছে বলেই জানা গিয়েছে।

   

সূত্রের খবর, একটি পরিকল্পনা রয়েছে যে স্পেকট্রাম নিলাম শেষ হওয়ার পরে, ভারত সরকার 15 আগস্ট দেশে 5G পরিষেবা শুরু করতে পারে এবং সেই পরিষেবা চালু হলে রিলায়েন্স জিও গ্রাহকরাই দেশে প্রথম 5G নেটওয়ার্ক ব্যবহারকারী হতে পারবেন। তবে ফোনে 5G নেটওয়ার্ক আসতে আরও ২-৩ মাস সময় লাগতে পারে।

Jio 5G প্রথমে কোথায় শুরু হবে?

আসন্ন 5G স্পেকট্রাম নিলামে মোট 72097.85 MHz স্পেকট্রাম নিলাম করা হবে। নিলামে 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz এবং 2300 MHz ফ্রিকোয়েন্সি লো ব্যান্ড, 3300 MHz মিড ফ্রিকোয়েন্সি ব্যান্ড এবং 26 GHz হাই ফ্রিকোয়েন্সি ব্যান্ড অন্তর্ভুক্ত থাকবে। রিলায়েন্স জিও এর অনেকগুলি ব্যান্ডে তার 5G পরীক্ষা এবং ট্রায়াল সম্পন্ন করেছে।

কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মুকেশ আম্বানি ইতিমধ্যেই জানিয়েছেন যে, Jio দেশের প্রায় 1,000 শহরে তার 5G পরিকাঠামো প্রস্তুত করেছে এবং 5G রোলআউট হওয়ার সাথে সাথে এই শহরগুলিতে 5G পরিষেবাও শুরু হবে। সরকার প্রথমে ভারতের 13টি শহরে 5G আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে দিল্লি, গুরুগ্রাম, বেঙ্গালুরু, কলকাতা, চণ্ডীগড়, জামনগর, আহমেদাবাদ, চেন্নাই, হায়দ্রাবাদ, লখনউ, পুনে এবং গান্ধী নগরের নাম।

Jio 5G প্ল্যানের দাম কত হবে?

Jio 5G ডেটা প্ল্যানগুলি কেবল ভারতে নয়, সমগ্র বিশ্বে সবচেয়ে সস্তা হতে পারে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 5G ডেটা মূল্য সম্পর্কে একটি বিবৃতি দিয়েছেন যে ভারতে 5G রেট বিশ্ব বাজারের তুলনায় অনেক কম হতে চলেছে। আশা করা হচ্ছে যে Jio 5G প্ল্যানের দাম অন্যান্য কোম্পানির তুলনায় কিছুটা কম হবে।

Jio 5G ফোন

আসন্ন 5G নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে, ধারণা করা হচ্ছে যে বিদ্যমান Jiophones এর মতো Jio 5G ফোনটিও ভারতের সবচেয়ে সাশ্রয়ী 5G ফোন হতে পারে। Jio 5G ফোনের দাম 9,000 টাকা থেকে 12,000 টাকার মধ্যে হতে পারে। এখন এই Jio 5G ফোনে শুধু Jio সিম কাজ করবে নাকি অন্য কোম্পানির সিম সাপোর্ট পাবে, এ বিষয়ে নিশ্চিত করে কোম্পানীর তরফে বলা হয় নি ।

Jio 5G সিম

সমস্ত টেলিকম কোম্পানিকে আসন্ন 5G নেটওয়ার্কের জন্য নতুন সিম কার্ড আনতে হবে। ব্যান্ড এবং ফ্রিকোয়েন্সি সাপোর্টের মাধ্যমে এই সিমের আর্কিটেকচারেও কিছু পরিবর্তন দেখা যেতে পারে। Jio ব্যবহারকারী যারা 5G নেটওয়ার্ক চান তাদেরও একটি 5G সিম কিনতে হবে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর