লঞ্চ হয়ে গেল Jio Air Fiber! প্রতি সেকেন্ডে মিলবে 1Gbps স্পিড, দাম জানলে অবাক হয়ে যাবেন

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান! কয়েকদিন আগেই Reliance Jio জানিয়েছিল যে, তারা শীঘ্রই দেশে Air Fiber নামের একটি নতুন পরিষেবা চালু করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করছে। এমতাবস্থায়, গত ২৬ এপ্রিল সম্পন্ন হওয়া “অ্যানুয়াল জেনারেল মিটিং” অর্থাৎ AGM-এ আনুষ্ঠানিক ভাবে দেশে Air Fiber পরিষেবা লঞ্চ করার ঘোষণা করা হল। তবে জানিয়ে রাখি যে, ভারতে এখনই এই পরিষেবা শুরু না হলেও আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবাটি উপলব্ধ হবে বলে জানা গিয়েছে।

Air Fiber-এর বিশেষত্ব: এই প্রসঙ্গে জানা গিয়েছে, Reliance-এর এই নতুন Air Fiber পরিষেবা ভূগর্ভস্থ ফাইবার-অপটিক কেবলের পরিবর্তে 5G অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট কানেকশন সরবরাহ করবে। অর্থাৎ, সামগ্রিকভাবে এটি হবে একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং সার্ভিস। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই Air Fiber-এর মাধ্যমে 1 Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিডের মাধ্যমে 4K/8K ভিডিও, ভিডিও কলিং এবং গেমিং স্ট্রিম খুব সহজেই করতে পারবেন ব্যবহারকারীরা। মূলত, এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া যাবে।

কত হবে দাম: এই প্রসঙ্গে “দ্য টেকনোলজিস্ট” নামের এক টিপস্টার সম্প্রতি ইউটিউবে একটি ভিডিওতে জানিয়েছেন যে, Reliance Air Fiber-এর মাধ্যমে দু’টি মডেল উপলব্ধ হবে। যার মধ্যে একটি হল নন-পোর্টেবল ডুয়াল ব্যান্ড WiFi রাউটার এবং অন্যটি পোর্টেবল হবে এবং সেটি WiFi 6 কানেকশনকেও সাপোর্ট করবে। এমতাবস্থায়, ওই ইউটিউবার জানিয়েছেন যে, স্ট্যান্ডার্ড Jio Air Fiber পরিষেবা ভারতে ৫,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকার মধ্যে উপলব্ধ হবে। পাশাপাশি, এই পরিষেবা চলতি বছরের জুন বা জুলাই মাস থেকেই দেশে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলত, এই Air Fiber WiFi রাউটারকে আপনি যেকোনো জায়গায় 5G হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে গ্রাহকেরা মোট দু’টি বক্স পাবেন। যেখানে একটি করে রাউটার থাকবে। সেগুলির মধ্যে একটিকে ভালো সিগন্যাল পাওয়া যায় (যেমন- বাড়ির ছাদ বা খোলা কোনো জায়গায়) এমন কোনো জায়গায় ইন্সটল করতে হবে। আর অন্যটি ব্যবহার করা হবে এক্সটেন্ডার হিসেবে।

jio air fiber india launch date (1)

এই পুরো ইনস্টলেশন প্রক্রিয়া Jio-র এক্সপার্ট দ্বারা সম্পন্ন হবে। পুরো বিষয়টি সেট আপ হয়ে গেলে ব্যবহারকারীদের Jio 5G সিম Air Fiber-এ ঢুকিয়ে দিয়ে প্লে স্টোর থেকে Jio Home অ্যাপটি ডাউনলোড করে তার সাথে ওই Air Fiber রাউটারের সংযোগ করাতে হবে। তারপরেই পাসওয়ার্ড দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর