নতুন বছরেই দুঃসংবাদ! রিচার্জের দাম বাড়িয়ে গ্রাহকদের বড়সড় ঝটকা দিতে চলেছে Jio-Airtel

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরে ফের একবার দ্রব্যমূল্য বৃদ্ধির কোপে পড়বেন সাধারণ মানুষ। সূত্রের খবর, আগামী বছরের শুরুতেই প্রিপেড ও পোস্টপেড বিলের খরচ বাড়তে চলেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ট্যারিফ খরচ বাড়াতে পারে বিভিন্ন টেলিকম অপারেটররা। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, জিও ও এয়ারটেল এর মত টেলিকম কোম্পানিগুলি রেভিনিউ বাড়াতে তাদের রিচার্জ প্লানের উপর ১০% পর্যন্ত মূল্য বৃদ্ধি করতে পারে।

Jefferies এর একটি রিপোর্টে জানা গিয়েছে, রিলায়েন্স জিও ও এয়ারটেল পরবর্তী তিন আর্থিক বছরে (FY23, FY24 ও FY25) ১০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে ট্যারিফ খরচ। রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, এই তিন বছরের প্রতিবারের চতুর্থ কোয়ার্টারে গ্রাহকদের ট্যারিফ খরচ বেশি দিতে হতে পারে।

এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জিও ও এয়ারটেল গ্রাহক প্রতি রেভিনিউ বৃদ্ধি ও মার্জিনের জন্যই বাড়াতে চলেছে ট্যারিফ খরচ। ট্যারিফ খরচ যে বৃদ্ধি পেতে চলেছে তা ইতিমধ্যেই airtel এর কর্মকাণ্ড থেকে পরিষ্কার হয়ে গিয়েছে। সম্প্রতি এয়ারটেল তাদের ৯৯ টাকার প্যাকটি তুলে নিয়েছে। এই প্যাকে ১ জিবি করে ডেটা, ১০০ এসএমএস ও ৯৯ টাকার টকটাইম পেতেন গ্রাহকরা। সস্তার এই প্যাকের বৈধতা ছিল ১৮ দিন। এখন এই প্যাক ব্যবহার করতে গ্রাহকদের দিতে হচ্ছে ১৫৫ টাকা।

মূলত সাবস্ক্রাইবারদের উপরেই নির্ভর করে টেলিকম সংস্থাগুলির রেভিনিউ। বিগত কয়েক মাসে বেশ কিছুটা বেড়েছে এয়ারটেল ও জিওর সাবস্ক্রাইবার বেস। অন্যদিকে, কয়েক মাসে বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার হারিয়েছে ভোডাফোন আইডিয়া। সেই কারণে এই কোম্পানি চেষ্টা চালিয়ে যাচ্ছে আরও গ্রাহকদের আকর্ষণ করার।4174c reliance jio vs airtel which revised prepaid plan is your choice 1516786470

পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে jio ও airtel এর 5জি পরিষেবা ভোডাফোন আইডিয়ার সাবস্ক্রাইব বেসকে প্রভাবিত করেছে। অন্যদিকে, ব্যাপকভাবে আর্থিক সমস্যায় জর্জরিত ভোডাফোন আইডিয়া। এর ফলে তারা 5জি পরিষেবা শুরু করতে পারছে না। এমন পরিস্থিতিতে এয়ারটেল ও জিও জানিয়েছে আগামী কয়েক বছরের মধ্যে সারাদেশে শুরু হয়ে যাবে 5জি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর