গ্রাহকদের জন্য সুখবর! Jio নিয়ে এল সবথেকে সস্তার রিচার্জ প্ল্যান, Netflix-এর সাথে প্রতিদিন মিলবে 3GB ডেটা

বাংলা হান্ট ডেস্ক: দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio তার গ্রাহকদের জন্য একের পর এক সস্তা এবং সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান উপস্থাপিত করে। যেগুলির দুর্দান্ত সব ফিচার্স আকৃষ্ট করে গ্রাহকদের। মূলত, Jio তার প্ল্যানগুলি ব্যবহারকারীদের চাহিদার ওপর ভর করে সামনে আনে। পাশাপাশি, এই কোম্পানির রিচার্জ প্ল্যানের তালিকা অন্যান্য কোম্পানির তুলনায় অনেক বড়।

এদিকে, সম্প্রতি, Jio একটি দুর্দান্ত প্ল্যান চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা দৈনিক 3GB ডেটার পাশাপাশি আনলিমিটেড 5G ডেটার সুবিধা পান। এই নতুন রিচার্জ প্ল্যানে, Jio ব্যবহারকারীদের 84 দিনের একটি দীর্ঘ বৈধতা উপলব্ধ করে।

Jio has brought forward 5G data plan at a very cheap price

এর মানে হল, এই প্ল্যানটি নেওয়ার পরে, আপনাকে তিন মাস রিচার্জ নিয়ে চিন্তা করতে হবে না। আমরা যে প্ল্যানের প্রসঙ্গটি উপস্থাপিত করছি সেটির দাম হল 1499 টাকা। গ্রাহকেরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট jio.com বা MyJio অ্যাপ থেকে Jio-র এই প্ল্যানটি নিতে পারেন। এই প্ল্যানে, ব্যবহারকারীরা বিনামূল্যে OTT স্ট্রিমিংয়ের সুবিধাও পাবেন।

আরও পড়ুন: আরও একটি রিয়েল এস্টেট কোম্পানি হল ঋণখেলাপি! প্রবল সঙ্কটের মুখে ডুবতে পারে চিনের অর্থনীতি

ব্যবহারকারীরা পাবেন বিভিন্ন সুবিধা: Jio-র 1499 টাকার এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদেরকে খুবই লাভবান করবে যাঁদের বেশি ডেটার প্রয়োজন হয়। কারণ Jio এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 3GB ডেটার সুবিধা প্রদান করে। এর পাশাপাশি, আপনি এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন।

আরও পড়ুন: ভিখারি পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তির মেয়ে, যার সম্পত্তির পরিমাণ চমকে দেবে আম্বানিকেও

এছাড়াও, আপনি যদি Jio-র এই প্ল্যানটি নেন, সেক্ষেত্রে আপনি Netflix-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। তবে, আপনাকে মনে রাখতে হবে যে এই রিচার্জের সাথে শুধুমাত্র Netflix-এর মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হবে। এই রিচার্জে আপনি মোট 252GB-র ডেটা সহ আপনার প্রিয় শো এবং সিনেমা উপভোগ করতে পারেন। পাশাপাশি, যদি আমরা এই প্ল্যানের অন্যান্য সুবিধার দিকে তাকাই, সেক্ষেত্রে ব্যবহারকারীরা JioTV, JioCinema, JioCloud অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর