বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের টি টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে আইপিএল অন্যতম। গোটা বিশ্বে আইপিএলের ম্যাচগুলির জনপ্রিয়তার কমতি নেই। ভারত সহ সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীরা মুখিয়ে থাকে টি–টোয়েন্টি ফরম্যাটের এই লিগটি উপভোগ করার জন্য। তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার, বিনামূল্যে ইন্ডিয়ান প্রিমিয়াল লিগ (IPL) দেখা গেলেও এবার থেকে জিও সিনেমার (Jio Cinema)পরিষেবার জন্য চার্জ নিতে পারে কোম্পানি।
জানা গিয়েছে, রিলায়েন্সের মালিকানাধীন জিও সিনেমা তার অ্যাপে দেখানো অনুষ্ঠানগুলির জন্য টাকা চার্জ করার পরিকল্পনা করছে। ব্লুমবার্গকে দেওয়া একটি সাক্ষাৎকারে,রিলায়েন্স মিডিয়ার সভাপতি জ্যোতি দেশপান্ডে বলেছেন যে, ২৮ মে আইপিএল শেষ হওয়ার আগে আরও অনুষ্ঠান সংযোজন করা হবে। দর্শকরা তার আগে পর্যন্ত বিনামূল্যে ম্যাচ দেখতে পারবেন। পাশাপাশি তার আরোও সংযোজন, জিও সিনেমার পরিষেবার জন্য কত টাকা নেওয়া হবে তা এখনও ঠিক করা হয়নি।
যদিও IPL সব মোবাইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে স্ট্রিম করা হবে তবে আইপিএল শেষ হলে জিও সিনেমা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হবে এবং আশা করা হচ্ছে চলতি বছরের শেষ দিকেই Jio Cinema’র যে কোনও অনুষ্ঠান বা সিনেমা দেখতে হলে সবাইকে টাকা দিয়ে তা দেখতে হবে। থাকবে নির্দিষ্ট কোনও একটি অনুষ্ঠান দেখার মোড, সাপ্তহাহিক সাবক্রিপশান, মাসিক সাবক্রিপশান, ত্রৈমাসিক সাবক্রিপশান ও বাৎসরিক সাবক্রিপশানও।
প্রসঙ্গত উল্লেখ্য, এতদিন পর্যন্ত জিও সিনেমার জন্য Jio’র নম্বর থাকাটাই শুধু মাত্র বাধ্যতামূলক ছিল। যাদের সেই নম্বর রয়েছে তারা এতদিন বিনামূল্যেই এই অ্যাপ থেকে সিনেমা দেখতে পেতেন। যাদের সেই নম্বর থাকত না তাঁদের আলাদা করে টাকা খরচ করে সাবস্ক্রিপশন নিয়ে তা দেখতে হতো বা কোনও থার্ড অ্যাপের মাধ্যমে তা দেখতে হতো। কিন্তু এবার থেকে জিও মোবাইল ফোনের কানেকশান বা না থাকুক, Jio Cinema অ্যাপের মাধ্যমে সিনেমা দেখতে হলে টাকা গুণতেই হবে সবাইকে।