বাংলা হান্ট ডেস্ক : রিং যুদ্ধে নেমেছে মোবাইল কোম্পানিগুলি। আগে আপনার ফোন এলে সময় থাকত 45 সেকেন্ড। ফোন ধরার জন্য কিন্তু এবার জিও সেই সময়সীমা কে কমিয়ে দিয়েছে। জানানো হলেও ট্রাই কোনরকম ব্যবস্থা নেয় নি। ফলে বাধ্য হয়ে এয়ারটেলের ক্ষতির পরিমাণ বাড়ছে। সময়সীমা নিজেরাই কমিয়ে দিল এয়ারটেল।
এয়ারটেলের দাবি যখন জিও নাম্বার থেকে অন্য কোন নেটওয়ার্কে ফোন করা হয় তখন 25 সেকেন্ড রিং হয়। অনেক সময় ফোন রিসিভ করার মতো সময় থাকেনা। ফলে বাধ্য হয়ে মিসডকলের উত্তর দিতে হচ্ছে অন্যান্য কাস্টমারদের। আর এইখানে গ্যারাকল। ইনকামিং কল এ রূপান্তরিত করাচ্ছে জিও।
আর ইনকামিং কলের জন্য জিও কে টাকা দিতে হচ্ছে এয়ারটেল ভোডাফোন আইডিয়া কে।ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে সেইসব কোম্পানিকে। বিশ্বে রিং এর সময়সীমা 15 থেকে 20 সেকেন্ড।