গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ! ফ্রীতেই গ্রাহকদের জন্য জবরদস্ত প্যান নিয়ে হাজির Jio

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা হল রিলায়েন্স জিও। এই সংস্থাটির  তরফ থেকে প্রতিনিয়ত গ্রাহকের জন্য নিয়ে আসা হচ্ছে নিত্যনতুন রিচার্জ প্ল্যান। দেশজুড়ে গ্রাহকদের এত সস্তায় নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জিও’র জুড়ি মেলা ভার।

কম দামে একাধিক সুযোগ-সুবিধার রিচার্জ প্ল্যানের জন্য এই মুহূর্তে আমাদের দেশের অধিকাংশ মানুষের কাছেই রয়েছে রিলায়েন্স জিওর কানেকশন। শুরু থেকেই ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির এই সংস্থা গ্রাহকদের সুবিধা-অসুবিধার দিকে বিশেষভাবে নজর দিয়ে এসেছে।

তাই এই আইপিএল মরসুমেই গ্রাহকদের জন্য আনা হয়েছে বেশ কিছু নিত্য নতুন রিচার্জ প্ল্যান। তারই মধ্যে অন্যতম একটি হলো ফ্যান কোড। এবার এই কোম্পানির তরফ থেকে Jio Air Fibre, Jio Fibre এবং প্রিপেইড গ্রাহকদের জন্য একেবারে বিনামূল্যে দেওয়া হবে কমপ্লিমেন্টারি ফ্যানকোড অ্যাপের সাবস্ক্রিপশন।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে কেউ কারও বন্ধু নয়! নাম না করেই কার উদ্দেশ্যে বোমা ফাটালেন জিৎ?

এখন প্রশ্ন হল ফ্যানকোড অ্যাপ কি?

আসলে ফ্যানকোড মূলত একটি স্পোর্টস স্ট্রীমিং প্ল্যাটফর্ম। যারা খেলা ভালোবাসেন এই অ্যাপটি মূলত তাঁদের জন্য। এখানে স্পোর্টসের লাইভ ব্রডকাস্ট ছাড়াও দেখা যায় হাইলাইট। এতে ক্রিকেট টুর্নামেন্ট, উইমেন ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, বাস্কেটবল,ব্যাডমিন্টন,বেসবল, কিংবা  রেসলিং-র মতো স্পোর্টসগুলিও দেখা যায়। এর সঙ্গে ফ্যানকোড ফর্মুলা ১ ইন্ডিয়া ২০২৪ এবং ২০২৫-এর অফিসিয়াল ব্রডকাস্টার থাকবে। যার ফলে এতে ইউজাররা লাইভ রেসিং উপভোগ করতে পারবেন। এছাড়াও এতে ইন ডেপ্থ কভারেজ, রিয়েল টাইম হাইলাইট, ম্যাচ ভিডিও, ডেটা এবং স্ট্যাটিক্স ডিটেইলস-ও দেখা যায়।

No Daily Limit will be available in this plan of Reliance Jio

এই অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে কীভাবে?

যদি কোনো Jio Air Fiber, Jio Fiber  গ্রাহক বিনামূল্যের এই  ফ্যানকোড সাবস্ক্রিপশন নিতে চান তাহলে তাকে ১১৯৯ টাকা বা তাঁর বেশি দামে রিচার্জ করতে হবে।

তাছাড়া কোনো প্রিপেইড গ্রাহক-ও এই ফ্রি সাবস্ক্রিপশনের সুবিধা নিতে পারেন। তবে তার জন্য তাকে ৩৯৮ টাকা, ১১৯৮ টাকা, ৪৪৯৮টাকা এবং ৩৩৩৩ টাকা দামের অ্যানুয়াল প্ল্যানে রিচার্জ করতে হবে।

এই ফ্যানকোড এক্সক্লুসিভ স্পোর্টস কনটেন্ট জিও টিভি প্লাস এবং জিও অ্যাপেও দেখা যাবে। সব শেষে বলে রাখি এই  কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশনের জন্য কিন্তু কোন রকমের অতিরিক্ত টাকা দিতে হবে না।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর