বাংলাহান্ট ডেস্কঃ ডিসেম্বরের প্রথম মাসেই দাম প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে বেসরকারী সংস্থা এয়ারটেল, ভোদাফোন ও জিও। এই সংস্থাগুলির প্রিপেড প্ল্যানের দাম বেড়েছিল ৪০ শতাংশেরও ওপরে। কিন্তু গ্রাহকের অসুবিধার কথা চিন্তা করে সেই প্লান বাড়ার একমাসের মধ্যেই বড়দিনে জিও নিয়ে আসল নতুন মেগা অফার। আসলে পুরোনো অফারগুলিকেই একটু মডিফাই করে আবার বাজারে আনল জিও। এই মুহুর্তে কোনো প্লান না থাকলে মাই জিও অ্যাপ বা জিও ডট কম থেকে অনায়াসেই এই রিচার্জগুলি করতে পারবেন গ্রাহকরা।
২৮ দিনের প্লানঃ
১২৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট, ২ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ২৮ দিন।
১৯৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট,প্রতিদিন ১.৫ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ২৮ দিন।
২৪৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট,প্রতিদিন ২ জি. বি. করে ৪জি ডেটা । বৈধতা ২৮ দিন।
৩৪৯ টাকার প্লান- আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট,প্রতিদিন ৩ জি. বি. করে ৪জি ডেট। বৈধতা ২৮ দিন।
৫৬ দিনের প্লানঃ
৩৯৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট, প্রতিদিন ১.৫ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ৫৬ দিন।
১৯৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট,প্রতিদিন ২ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ৫৬দিন।
৮৪ দিনের প্লানঃ
৩২৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট, ৬ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ৮৪ দিন।
৫৫৫ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট, ১.৫ জি. বি. করে ৪জি ডেটা প্রতিদিন । বৈধতা ৮৪ দিন।
৫৯৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট,প্রতিদিন ২ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ৮৪ দিন।
এক বছরের প্লানঃ
১২৯৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১২,০০০ মিনিট, ২৪ জি. বি. করে ৪জি ডেটা। বৈধতা ৩৬৫ দিন।
২১৯৯ টাকার প্লান – আনলিমিটেড জিও টু জিও, জিও থেকে অন্য নেটওয়ার্কে ১২,০০০ মিনিট। ১.৫ জি. বি. করে ৪জি ডেটা প্রতিদিন । বৈধতা ৩৬৫ দিন।
এর সাথে জিও ক্লাউড, জিও টি. ভি. , জিও সাভান এর মত অ্যাপ গুলি ব্যবহার করা যাবে বিনামূল্যে।