ইন্টারনেট চালাতে আর লাগবে না এক টাকাও! নয়া চমক নিয়ে হাজির jio

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে রিলায়েন্স জিও বিভিন্ন সময় নানারকম লোভনীয় অফার নিয়ে আসে। ভারতের টেলিকম বাজারে জিওর প্রবেশের পর সম্পূর্ণ টেলিকম ইন্ডাস্ট্রি বদলে গিয়েছে। দীর্ঘদিন ধরে খ্যাতির শীর্ষে থাকা এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো জনপ্রিয় সংস্থাগুলি পিছু হটতে বাধ্য হয়েছে।

চাপে পড়ে এয়ারটেল, ভোডাফোনের মতো সংস্থাগুলি সস্তায় রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে।
এবার অন্যান্য টেলিকম কোম্পানিগুলিকে টেক্কা দেওয়ার জন্য রিলায়েন্স জিও (Reliance Jio) অবিশ্বাস্য একটি অফার নিয়ে এসেছে। এই অফারে এবার ঘুম উড়ে যেতে পারে এয়ারটেল-ভোডাফোনের।

দুর্দান্ত এই অফারটি রিলায়েন্স জিও-র গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে। এবার পেয়ে লেটারের মাধ্যমে আপনারা জিও-র বুস্টার প্লান কিনতে পারবেন। প্রতিদিনের নির্ধারিত ডেটা শেষ হয়ে যাওয়ার পর বুস্টার প্ল্যানের সাহায্যে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারেন। এবার জিও গ্রাহকদের পে লেটার বুস্টার প্ল্যান অফার করছে।

জিও গ্রাহকরা মোট পাঁচটি এমার্জেন্সি বুস্টার প্ল্যান নিতে পারবেন। মাত্র ১১ টাকায় এই প্ল্যানগুলি পাওয়া যাবে। যদি আপনি আপনার দৈনন্দিন কোটার ইন্টারনেট ব্যবহার অতিক্রান্ত করে ফেলেন এবং আপনার বুস্টার প্ল্যানের প্রয়োজন হয়, কিন্তু আপনার কাছে টাকা না থাকে, তখন এই অফারটি আপনার পক্ষে সহায়ক হবে।

এই পে লেটার অফারের মাধ্যমে গ্রাহকরা সেই সময়ের জন্য বিনা পয়সায় ইন্টারনেট প্যাক রিচার্জ করে ইন্টারনেট সার্ফিং করতে পারবেন। সব থেকে বড় কথা এই পরিষেবা ব্যবহার করলে গ্রাহকদের অতিরিক্ত অর্থ দিতে হবে না। যে প্যাকটি ব্যবহার করেছেন আপনাকে পরে শুধু সেই প্যাকের দামই মেটাতে হবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X