বাংলাহান্ট ডেস্কঃ বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। অপরদিকে ভারতী এয়ারটেল সহ অন্যান্য টেলিকম সংস্থা যথেষ্ট প্রতিযোগিতার সামনে ফেলেছে জিও কে। অনেক ক্ষেত্রে জিও এর আগেই তারা অভিনব সুবিধা নিয়ে আসছে।
এবার টেলিকম সংস্থা রিলায়েন্স জিও ব্যবহারকারীদের কম দামে আরও বেশি সুবিধা দিতে চলেছে। 4 জি ডেটা ভাউচারে ডেটার পরিমান প্রায় দ্বিগুন করেছে। 11, 21, 51, 101 টাকা মূল্যের ডেটা ভাউচারে দ্বিগুন ডেটা দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- 11 টাকার ডেটা ভাউচারে ব্যবহারকারীদের 800 এমবি ডেটা দেওয়া হচ্ছে।
- 21 টাকার ডেটা ভাউচারে 2 জিবি ডেটা এবং 200 টি লাইভ এফইউপি মিনিট উপলব্ধ করা হচ্ছে।
- 51 টাকার ডেটা ভাউচারে ব্যবহারকারীদের 6 জিবি ডেটা এবং 500 টি লাইভ এফআপ মিনিট দেওয়া হচ্ছে।
- 101 টাকার ডেটা ভাউচারে 12 জিবি ডেটা এবং 1000 টি লাইভ এফইউপি মিনিট দেওয়া হচ্ছে।
- 251 টাকার ভাউচারে কোনও পরিবর্তন করা হয়নি।
পাশাপাশি, ৪৯ টাকা ও ৬৯ টাকার রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও। ৪৯ টাকাঃ এই প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন- মোট ২ জিবি ডেটা + আনলিমিটেড জিও কল + ২৫০ মিনিট ননজিও কল+ ২৫ এসএমএস।এই প্ল্যানটির বৈধতা ১৪ দিন। ৬৯ টাকাঃ প্রতিদিন ৫০০ এমবি ডেটা + আনলিমিটেড জিও কল + ২৫০ মিনিট ননজিও কল + মোট ২৫ এসএমএস। এই প্ল্যানটির বৈধতা ১৪ দিন। তবে এই প্লান দুটি কেবলমাত্র জিওফোন ব্যবহারকারীদের জন্যেই চালু করা হয়েছে।