বাংলা হান্ট ডেস্ক: গ্রাহকদের জন্য মাঝে মধ্যেই নিত্যনতুন সব রিচার্জ প্ল্যান নিয়ে আসে টেলিকম সংস্থাগুলি। বিভিন্ন সব আকর্ষণীয় প্ল্যানগুলির প্রতি আকৃষ্টও হন গ্রাহকেরা। সম্প্রতি Reliance Jio তাদের সমস্ত প্ল্যানকে বিভিন্ন বিভাগে ভাগ করেছে। যার ফলে ব্যবহারকারীরা নিজেদের জন্য সঠিক প্ল্যান খুব সহজেই বেছে নিতে পারেন।
বিভিন্ন সুবিধার পাশাপাশি খরচের ভিত্তিতে Jio তাদের প্ল্যানগুলিকে সাজিয়ে দিয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাকে Jio-এর এমন কিছু রিচার্জ প্ল্যানের কথা জানাতে যাচ্ছি যেগুলির দাম এবং সুবিধা জানলে আপনি অবাক হয়ে যাবেন।
Jio-এর এমন একটি প্ল্যান আছে যা বর্তমানে বিরাট জনপ্রিয়তা পেয়েছে। এই প্ল্যানের দাম মাত্র ২৬ টাকা। তবে, এই প্ল্যানটি JioPhone ব্যবহারকারীদের জন্য। আপনি সহজেই Jio-র অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে এটি খুঁজে পেতে পারেন।
পাশাপাশি এই প্ল্যানটি একটি JioPhone Add On Recharge প্ল্যান, যা আপনি মাত্র ২৬ টাকায় পেতে পারেন। যদি আপনার ব্যবহারকৃত প্ল্যানে ডেটা কম থাকে, তাহলে আপনি এই প্ল্যানটি ব্যবহার করে ২ জিবি ডেটা পেতে পারেন। শুধু তাই নয়, এই রিচার্জ প্ল্যানে আপনি ২৮ দিনের বৈধতাও পাবেন। তবে, এই প্ল্যানে আপনি SMS বা কলের কোনো সুবিধা পাবেন না।
তবে, বর্তমান সময়ে আপনি যদি স্বল্প খরচে ভালো রিচার্জ প্ল্যান খোঁজেন, তাহলে আমরা আপনাকে Jio, Airtel, Vi এবং BSNL-এর কিছু এন্ট্রি লেভেল প্ল্যানের কথা জানাচ্ছি, যা আপনার পছন্দ হতে পারে। এই প্ল্যানগুলির দাম ১০০ টাকার আশেপাশে৷ প্ল্যানগুলির সাথে, আপনি হাই স্পিড ইন্টারনেট, আনলিমিটেড কলিং সহ একাধিক সুবিধা পাবেন। জেনে নিন এই টাকার মধ্যে কোম্পানিগুলি কোন কোন সেরা অফার দিচ্ছে।
Reliance Jio সম্প্রতি তাদের একটি প্ল্যানে ৩০০ টি SMS সহ ১.৫ জিবির হাই স্পিড ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিং সহ তাদের এই প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটি Jio TV, Jio Cinema, Jio সিকিউরিটি এবং Jio ক্লাউডে অ্যাক্সেস প্রদান করে। এই প্ল্যানের বৈধতা ১৪ দিন। প্ল্যানটির মূল্য হল ১১৯ টাকা।
Airtel-এর এন্ট্রি-লেভেল প্ল্যানটির দাম ৯৯ টাকা। এই প্ল্যানের সাথে ২০০ এমবি ডেটা এবং ৯৯ টাকার টকটাইমের সুবিধা দেওয়া হয়। এয়ারটেলের ৯৯ টাকার প্রিপেড প্ল্যানটি ২৮ দিনের জন্য বৈধ।
পাশাপাশি, Vodafone-Idea-এর লো-ট্যারিফ প্ল্যানের দাম ১২৯ টাকা। এই প্রিপেড রিচার্জ প্যাকটি ২৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং সহ ৩০০ টি SMS অফার করে। এই প্যাকটিতে ২ জিবি 3G/4G ডেটাও পাওয়া যায়। ডেটা শেষ হওয়ার পরে, অতিরিক্ত ডেটার জন্য গ্রাহকদের এমবি প্রতি ৫০ পয়সা চার্জ করা হবে।
এছাড়াও, BSNL-এর আনলিমিটেড কল এবং আনলিমিটেড ডেটার জন্য ৯৭ টাকার ডেটা ভাউচার রয়েছে৷ প্রতিদিন ২ জিবি ডেটা ব্যবহার করার পরে, স্পিড ৮০ Kbps হয়ে যায়।