কয়েক বছর আগেও আমাদের নিত্যনৈমিত্তিক জিনিসপত্র আনতে অনিচ্ছা সত্ত্বেও যেতেই হত বাজারে। কিন্তু সেই দিন শেষ হয়েছে। আমাজন, ফ্লিপকার্টের দৌলতে এখন আমরা ইচ্ছে করলেই ঘরে বসে পেতে পারি আমাদের কাঙ্খিত জিনিসগুলি।
বাজারে আসার পর টেলিকম ইন্ডাস্ট্রি প্রায় বেশীর ভাগটাই নিজের দখলে নিয়ে নিয়েছে জিও। নিত্যনতুন প্লান এনে জিও সবসময়ই গ্রাহকদের খুব পছন্দের টেলিকম পরিষেবা হয়ে উঠেছে। জিও ফোনের ক্ষেত্রেও তাই। জিও এর মত সুলভে এত ফিচার সহ কেউ ফোন আনেনি। সম্প্রতি তারা ঘোষনা করেছে মাত্র ৩৯৯ টাকার বিনিময়ে ফোন । যা অত্যন্ত অভিনব।
এবার ইকমার্সেও আস্তে চলেছে জিও। তারা JIO MART নামে একটি পরিষেবা আনার কথা ঘোষনা করেছে। যার ট্যাগলাইন “দেশকি ন্যয়ি দুকান” অর্থাৎ দেশের নতুন দোকান। জিও এর অন্যান্য পরিষেবার মত জিও মার্টেও থাকবে অভিনবত্ব বলে খবর কর্তৃপক্ষ সূত্রে।
ইতিমধ্যেই JioMart এর প্রি-রেজিস্ট্রেশন চালু করেছে জিও । প্রথমে প্ল্যাটফর্মে ৫০,০০০-এর বেশি নিত্যনৈমিত্তিক জিনিস পাওয়া যাবে। যার মধ্যে বেশীর ভাগটাই মুদিখানার জিনিস বা grocery। জিও মার্টে নুন্যতম অর্ডার ভ্যালু নেই। একই সাথে থাকছে বাড়িতে গিয়ে হোম ডেলিভারি ও এক্সপ্রেস ডেলিভারির ব্যাবস্থাও। আবার আপনি যদি কোন প্রোডাক্ট ফেরত দিতে চান তাহলে আপনাকে কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে বলে না নিশ্চিত করেছে জিও।