মুম্বাই,কলকাতা সহ ২০০ টির বেশী শহরে চালু হল jio mart, জেনে নিন whatsapp মাধ্যমে কিভাবে করবেন বাড়ি বসেই কেনাকাটা

বাংলাহান্ট ডেস্কঃ মুম্বাই(mumbai), পুনে(pune), ব্যাঙ্গালুরু(Bangalore) , চেন্নাই(Chennai) ও কলকাতা (kolkata) সহ দেশের ২০০ টি শহরে চালু হল জিও মার্ট(jio mart)। জিও এর মুদি খুচরা ব্যবসায়ের প্রধান বলেছেন, বিশাল ভারতীয় বাজারে অ্যামাজন ডটকমের স্থানীয় ইউনিট এবং ওয়ালমার্ট ইনক এর ফ্লিপকার্টকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার গভীর রাতে টুইটারে জিও এর মুদি খুচরা বিভাগের চিফ এক্সিকিউটিভ দামোদার মল, জিও মার্ট এবার সারা দেশে 200 টিরও বেশি শহরে মুদি সরবরাহ করবে বলে ঘোষনা করেন। এর আগে মুম্বাই শহরতলির নভি মুম্বাই, কল্যাণ ও থানেতে ব্যবসা চালু করেছিল এই সংস্থা।

8a92c4 cad877ca080849cfbe94fccf43b99f2e mv2
জানা যাচ্ছে, JioMart থেকে অর্ডার করার জন্য, গ্রাহকদের তাদের ফোনে JioMart এর হোয়াটসঅ্যাপ নম্বর 88500 08000 যুক্ত করতে হবে। JioMart গ্রাহকের হোয়াটসঅ্যাপ চ্যাট উইন্ডোতে একটি লিঙ্ক প্রেরণ করবে । যেটি 30 মিনিটের জন্য বৈধ। লিঙ্কটিতে ক্লিক করা ব্যবহারকারীকে একটি নতুন পেজে নিয়ে যাবে যেখানে তাকে তার ঠিকানা এবং ফোন নম্বরটি দিতে হবে, তারপরে ক্যাটালগ থেকে পণ্য অর্ডার করতে পারবে। রিলায়েন্স রিটেইলের নিজস্ব পণ্য ছাড়াও আরো কয়েকটি পণ্য পাওয়া যাবে।

https://www.instagram.com/p/B_ca4hZjauN/?igshid=1220tcyf80jei

চূড়ান্ত অর্ডার দেওয়ার পরে এটি হোয়াটসঅ্যাপে স্থানীয় কিরানা স্টোরের সাথে ভাগ করা হয়। গ্রাহক অর্ডারের সাথে একটি নোটিফিকেশন এবং কিরানা / জিওমার্ট স্টোরের বিশদ বিবরন পেয়ে যাবেন। কিরানা অর্ডারের বিল দেওয়ার পরে গ্রাহক একটি অ্যালার্টও পাবেন।

বর্তমানে কেবলমাত্র নগদে লেনদেন করা যাবে এবং গ্রাহককে দোকান থেকে তার অর্ডার নিতে হবে। আগামী দিনে এই ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। জিও মার্ট ও হোয়াটসঅ্যাপের এই যৌথ ব্যাবসা আপাতত মুম্বাই শহরতলির নভি মুম্বাই, কল্যাণ ও থানেতে চালু হল, খুব শিগগিরই সারা দেশেই নিজেদের রিটেল ব্যাবসা চালু করবে জিও।

https://www.instagram.com/tv/B_RKPTTDrOA/?igshid=1xsf8qyuk1amm

Jio জানিয়েছে, জিওমার্ট আর হোয়াটসঅ্যাপের জুটিতে ছোট ব্যবসায়ীরাও ডিজিটাল কেনাবেচায় অভ্যস্ত হবেন। লকডাউন বা ভবিষ্যতে এমন সঙ্কটের পরিস্থিতি এলে অনলাইনেই গ্রাহকরা জিনিসপত্রের অর্ডার দিতে পারবেন। ডিজিটাল ব্যবসার এক নতুন দিগন্ত খুলে যাবে দেশে। ছোট ব্যবসায়ীদের রুজি রোজগারে টান পড়বে না। দ্বিতীয়ত, সুবিধা রয়েছে গ্রাহকদেরও। বাড়ি বসেই সহজে নিত্যপ্রয়োজনীয় জিনিস চলে আসবে হাতে। জিওমার্ট যেহেতু রিল্যায়ান্স জিও-র প্ল্যাটফর্ম হওয়ায় অফারও চলতে থাকবে বিভিন্ন সময়ে।

সম্পর্কিত খবর