বাংলাহান্ট ডেস্ক : জিওর পক্ষ থেকে 28 দিনের বৈধতার সাথে মাত্র একানব্বই টাকায় আনলিমিটেড কলিং এবং ডেটা অফার করা হচ্ছে। তবুও প্রশ্ন উঠছে, এই নতুন প্ল্যান চালু করার পরেও কি জিও পিছনে ফেলতে পারলো এয়ারটেল এবং ভোডাফোন, আইডিয়াকে?
91 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 100 এমবি ডাটা দেওয়া হয়। এছাড়াও 200 এমবি অতিরিক্ত ডেটাও দেওয়া হয়। ফলে, সব মিলিয়ে সর্বসাকুল্যে ডেটা গিয়ে দাঁড়ায় 3 জিবি। জিওর মাত্র 91 টাকার এই প্রিপেড প্ল্যানটিতে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং এসএমএসের সুবিধার পাশাপাশি বিনোদনের সুবিধা পাওয়া যায়। চলুন, প্ল্যানগুলির মধ্যে একটা তুলনামূলক আলোচনা করে দেখা যাক।
Jio Rs 91 প্রিপেড প্ল্যান: Jio Rs 91 প্রিপেড প্ল্যানে প্রতিদিন 100MB ডেটা দেওয়া হয়। এছাড়াও, 200MB অতিরিক্ত ডেটাও দেওয়া হয়, যার পরে মোট ডেটা 3GB হয়। হাইস্পিড নেট শেষ হলে ইন্টারনেটের গতি 64 Kbps-এ নেমে আসে। বৈধতার দিক থেকে দেখলে বোঝা যাবে, এই প্ল্যানে 28 দিনের বৈধতা পাওয়া যায়। এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাচ্ছে। আর এসএমএসের ক্ষেত্রে, Jio-এর এই প্ল্যানে 50টি SMS পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, এই প্ল্যানে Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাওয়া যাচ্ছে।
ভোডাফোন আইডিয়ার 98 টাকার প্রিপেড প্ল্যান: ভোডাফোন আইডিয়ার 98 টাকার প্রিপেড প্ল্যানে মোট 200MB ডেটা দেওয়া হয় । 15 দিনের জন্য বৈধ এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাচ্ছে। এসএমএস-এর কথা বললে, এই প্ল্যানে কোনও ফ্রি এসএমএস পাওয়া যায় না।
এয়ারটেলের 99 টাকার প্রিপেড প্ল্যান: এয়ারটেলের 99 টাকার প্রিপেড প্ল্যানে মোট 200MB ডেটা দেওয়া হয় । এই প্ল্যানে 28 দিনের বৈধতার পাশাপাশি এই প্ল্যানে 99 টাকার টকটাইম পাওয়া যাচ্ছে। কলিং চার্জ প্রতি সেকেন্ডে 2.5 পয়সা। এছাড়াও, এই প্ল্যানে এসটিডি এসএমএসের জন্য 1.5 টাকা এবং এসএমএসের জন্য স্থানীয় এসএমএস চার্জের জন্য 1 টাকা ধার্য করা হয়।