বাংলা হান্ট ডেস্ক: টেলিকম ব্যবহারকারীদের প্রায়শই অভিযোগ থাকে, প্রতিমাসে ফোন বারবার রিচার্জ করতে হয়। অনেকেই বিরক্ত হন এতে। এবার সেই কথা মাথায় রেখে জিও বাজারে আনল নতুন ৬ মাসের রিচার্জ প্ল্যান (Jio)। যেখানে আপনি একবার রিচার্জ করলেই পুরো ৯০ দিন আর কিছু ভাবতেই হবে না। চলুন এই নতুন জিও রিচার্জ প্ল্যানে আপনি কী কী সুবিধা পাচ্ছেন, সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।
জিও-র ৬ মাসের তোলপাড় করা রিচার্জ অফারে ঘুম উড়ল এয়ারটেল- ভোডাফোনের (Jio)
জিও তার কোটি কোটি ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন অফার। এবার কোম্পানি এখন তার পোর্টফোলিওতে এমন একটি প্ল্যান নিয়ে এসেছে যাতে জিও ইউজাররা পাবেন ৬ মাসেরও বেশি সময় ধরে রিচার্জ না করে থাকতে পারবে। পাশাপাশি এই নতুন অফারটি শুধুমাত্র দীর্ঘ মেয়াদি নয় এর সঙ্গে রয়েছে বিনামূল্যে কলিং এবং প্রচুর ডেটা।
প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে জিওর পোর্টফোলিওতে মাসিক প্ল্যানের সংখ্যা বেশ বেশি ছিল। তবে এখন আর নেই। এবার সম্পূর্ণ পরিবর্তন হয়েছে রিচার্জ প্ল্যানের পোর্টফলিও। নতুন রিচার্জে গ্রাহকেরা বারবার রিচার্জ করার ঝামেলা এড়াতে পারবে। এছাড়াও এখন থেকে ৭০ দিন, ৭২ দিন, ৮৪ দিন, ৯০ দিন এবং ৯৮ দিনের প্ল্যানও উপলব্ধ হবে।
আরও পড়ুন: সত্যি কি ডাক চকলেট রাতের ঘুমের ব্যাঘাত ঘটায়! জানুন বিশেষজ্ঞদের মতামত
আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি যদি ৬ মাসের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনাকে জানিয়ে রাখি যে জিও এমন একটি প্ল্যানও তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যার মাধ্যমে আপনি ৬ মাসেরও বেশি সময় ধরে রিচার্জের টেনশন থাকবে না। এছাড়াও পাবেন আরও বেশ কিছু অফার।
এই নতুন অফারে, ৯০ দিনের জন্য আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ফ্রি কল, ৫০০ জিবি ডেটা ও জিও হটস্টারের সাবস্ক্রিবশন বিনামূল্যে। এছাড়াও এর সঙ্গে জিও টিভি অ্যাক্সেস বিনামূল্যে দেওয়া হবে। এই অফারে গ্রাহকদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।