বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক দিনে টেলিকম সংস্থাগুলি তাদের প্ল্যানগুলিকে অনেকাংশেই ব্যয়বহুল করেছে। এর পরেও, Jio অন্যান্য প্রাইভেট সংস্থার তুলনায় সস্তা প্ল্যান অফার করছে। আপনি যদি একজন Jio ব্যবহারকারী হন, তাহলে আপনি কোম্পানির সস্তা প্ল্যানের সুবিধা নিতে পারেন। সস্তা হওয়ার পরেও এই প্ল্যান গুলি আপনাকে দেয় অধিক বৈধতা। জিওর তালিকায় রয়েছে অনেকগুলি সস্তা প্ল্যান । আপনাদের এমন তিনটি প্ল্যান সম্পর্কে বলবো যেগুলি কম ডেটা দেয় কিন্তু বৈধতা দেয় অধিক।
এই তালিকায় সবচেয়ে সস্তার প্ল্যান হল 155 টাকা, যেখানে আপনি নামমাত্র ডেটা পাবেন। কিন্তু, এই প্ল্যানটি কলিং এবং বৈধতার ক্ষেত্রে একটি ভাল বিকল্প হতে পারে। এই প্ল্যানে ব্যবহারকারীরা 28 দিনের বৈধতা পেয়ে থাকেন। ব্যবহারকারীরা 2 জিবি ডেটা ও 300 এসএমএস এর সুবিধা পাবেন। এছাড়াও আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে এই প্ল্যানের সাথে।
তালিকায় দ্বিতীয় প্ল্যানটি হল 395 টাকার। এতে ব্যবহারকারীরা 6 জিবি ডেটা পেয়ে থাকেন। যেটা শেষ হয়ে যাওয়ার পর ব্যবহারকারীরা 64 কেবিপিএসপি স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা 1000 টি এসএমএস এর সাথে সাথে 84 দিনের বৈধতা পাবেন।
আপনি যদি দীর্ঘমেয়াদি কোন রিচার্জ প্লানের সন্ধান করে থাকেন তাহলে আপনার জন্য 1559 টাকার প্ল্যানটি সেরা। এই প্ল্যানে ব্যবহারকারীরা 365 দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। এই প্ল্যানে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন 24 ডিবি ডেটা। ডেটা শেষ হয়ে যাওয়ার পর 64 কেবিপিএস স্পিডে ইন্টারনেট সার্ভ করতে পারবেন। আনলিমিটেড কলিং সুবিধা ছাড়াও পেয়ে যাবেন 3600 এসএমএস।
উল্লেখ্য উপরে দেওয়া সবকটি প্ল্যানের সাথেই কমপ্লিমেন্টারি জিও অ্যাপস সার্ভিস বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।