বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে ভারতের টেলিকম বাজারে সবথেকে বড় মোবাইল অপারেটর রিলায়েন্স জিও। মুকেশ আম্বানির এই সংস্থা বাজারে আসার পর থেকেই একের পর এক অফার নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে 5G পরিষেবাও প্রদান করছে জিও। এয়ারটেল, ভি, বিএসএনএলের মতো পুরনো টেলিকম অপারেটরগুলিকে পেছনে ফেলে আজ দেশের এক নম্বর অপারেটর জিও।
জিও বিভিন্ন সময় গ্রাহকদের জন্য একাধিক আকর্ষণীয় অফার নিয়ে আসে। এই অফারগুলির ফলে লাভবান হন গ্রাহকরা। জিওর পক্ষ থেকে সস্তার একটি রিচার্জ প্ল্যান নিয়ে আসা হয়েছে যেটি অন্যান্য টেলিকম অপারেটরকে প্রতিযোগিতায় ফেলবে। মাত্র ২৩৪ টাকার এই রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে ৫৬ দিনের বৈধতা।
আরোও পড়ুন : এক্কেবারে হাফ দাম! জলের দরে ১.৫ টনের AC মিলবে Flipkart’য়ে , না কিনলেই বড়সড় লস
এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ২৮ জিবি ডেটা। প্রতিদিন ০.৫ জিবি করে ডেটা দেওয়া হবে গ্রাহকদের। এছাড়াও আনলিমিটেড ফোন কলসের সুবিধা থাকছে ২৩৪ টাকার এই রিচার্জে। শুধু তাই নয়, এই প্ল্যানে প্রতিটি ২৮ দিনের জন্য ৩০০ SMS অফার করা হয়। কলিং সুবিধা হিসেবে থাকবে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল।
এই রিচার্জে গ্রাহকরা বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন জিও সিনেমা ও জিও saavn এর মতো অ্যাপ। তবে বলে রাখা ভালো স্মার্টফোন গ্রাহকরা এই রিচার্জের সুবিধা পাবেন না। ২৩৪ টাকার এই প্ল্যানটি বিশেষভাবে জিও ভারত ফোন গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে। এই প্রসঙ্গে বলে দি যে, প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে ৬৪ kbps হয়ে যাবে।